1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশগ্রিস

দাবানল মোকাবিলায় গ্রিসে রেকর্ডসংখ্যক দমকলকর্মী

২৭ এপ্রিল ২০২৫

পরিবেশ বিপর্যয়ের কারণে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় চলতি বছর রেকর্ড সংখ্যক দমকলকর্মী মোতায়েন করবে গ্রিস৷ দেশটির ক্লাইমেট ক্রাইসিস মন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য জানান৷

গ্রিসে দাবানল
গত বছরের গ্রিসের ১০ হাজার হেক্টর জমি দাবানলে পুড়ে গিয়েছিল৷ ফাইল ফটোছবি: Vassilis Psomas/REUTERS

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই মারাত্মক রুক্ষ হয়ে উঠেছে আবহাওয়া৷ ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য মতে, ২০২৪ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছরের রেকর্ড৷

ইউরোপের দেশ গ্রিসেও এর প্রভাব স্পষ্ট৷ ভূমধ্যসাগরে অবস্থিত শত শত দ্বীপের সমন্বয়ে গঠিত এই রাষ্ট্রটির আবহাওয়া ক্রমেই উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠছে৷ বাতাসের গতি পরিবতনের ফলে দেশটিতে বাড়ছে দাবানলের ঘটনা যা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠছে৷

এই পরিস্থিতিতে আগাম পদক্ষেপের পরিকল্পনা করছে গ্রিস৷ দুর্যোগ মোকাবিলায় আগাম পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সাথে বৈঠক করেন সিভিল প্রোটেকশন অ্যান্ড ক্লাইমেট ক্রাইসিসি মন্ত্রী গিয়ানিস কেফালোগিয়ানিস৷ সাগরতীরের দেশ গ্রিসে ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে দাবানলের মরসুম শুরু হয়৷   

গিয়ানিস কেফালোগিয়ানিস জানান, চলতি বছর দেশটির দমকলবাহিনীর ১৮ হাজার কর্মী প্রস্তুত রাখা হবে৷ দমকলকর্মী মোতায়েনের এই সংখ্যা এখন পর্যন্ত দেশটির ইতিহাসে সর্বোচ্চ৷ তাছাড়া হাজার হাজার স্বেচ্ছাসেবীও প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন গিয়ানিস কেফালোগিয়ানিস৷

তিনি বলেন, ‘‘চলতি বছরের আবহাওয়া অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভালো থাকবে এমন কোনো কথায় আমরা কান দেব না৷ খারাপ সময়গুলো আগামীর দিনগুলোতে লুকিয়ে থাকে৷''  

উল্লেখ্য দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে নতুন এয়ার ক্রাফট কেনা, আবহাওয়া অফিস স্থাপস, ড্রোন কেনা ইত্যাদি বাবদ দুই বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে সরকার৷ চলতি বছর থারমাল ক্যামেরার ৮০টি ড্রোন মোতায়েন থাকবে বলেও জানানো হয়৷

আরআর/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ