1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

দাভোসে আরো সহায়তা চাইলেন জেলেনস্কি

১৭ জানুয়ারি ২০২৪

ইউরোপ ও অ্যামেরিকা থেকে সহায়তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ডাভোসে পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেছেন৷ রুশ প্রেসিডেন্ট পুটিন ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷

সুইজারল্যান্ডে দাভোস সম্মেলনে জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মঙ্গলবার দাভোসে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে আলোচনা করেনছবি: Denis Balibouse/REUTERS

পশ্চিমা সহায়তা নিয়ে অচলাবস্থা কাটাতে এবং পশ্চিমা বিশ্বে ইউক্রেনের ভবিষ্যৎ নিশ্চিত করতে বদ্ধপরিকর সে দেশের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি৷ সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে সশরীরে উপস্থিত হয়ে তিনি মরিয়া হয়ে আরো সামরিক ও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন৷ ইউক্রেনে জয়ের মুখ দেখলে রাশিয়া গোটা পশ্চিমা বিশ্বের জন্য আরো বড় হুমকি হয়ে উঠবে বলে তিনি সতর্ক করে দেন৷ ফলে নিজস্ব স্বার্থেই পশ্চিমা বিশ্বকে ইউক্রেনের জয় নিশ্চিত করা উচিত বলে জেলেনস্কি মনে করেন৷ রাশিয়ার সঙ্গে আপোশের প্রস্তাব পুরোপুরি উড়িয়ে দেন তিনি৷ ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, যুদ্ধবিরতি মেনে নিলে রাশিয়া ঘর গুছিয়ে নিয়ে আবার হামলা শুরু করবে৷ ২০১৪ সালে সেই ‘ভুল'-এর কারণেই রাশিয়া আবার হামলা শুরু করেছে৷ উপস্থিত নেতারা তাঁর ভাষণকে স্বাগত জানালেও এখনো কোনো উল্লেখযোগ্য বাড়তি সহায়তার প্রতিশ্রুতি দেন নি৷

প্রেসিডেন্ট জেলেনস্কি মঙ্গলবার দাভোসে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে আলোচনা করেন৷ জেলেনস্কি বলেন, চলতি বছরই ন্যাটো ইউক্রেনকে সদস্য করার বিষয়ে এমন কিছু সিদ্ধান্ত নেবে, যাতে সে দেশ সামরিক জোটের আরো কাছে অগ্রসর হতে পারে বলে তিনি আশা করছেন৷ তাছাড়া আকাশপথে রাশিয়ার হামলার মোকাবিলা করতে তিনি ন্যাটোর পক্ষ থেকে আরো সহায়তা চেয়েছেন৷ স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনের জন্য সহায়তা ন্যাটোর নিজস্ব নিরাপত্তার জন্য বিনিয়োগ৷ তাঁর মতে, ইউক্রেনের জন্য সহায়তা চালিয়ে গেলে কোনো এক সময় রাশিয়া বুঝতে পারবে, যে তাদের খুবই উচ্চ মূল্য দিতে হচ্ছে৷ তখন মস্কো কোনো ধরনের ন্যায্য শান্তি মেনে নেবে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন দাভোসে তাঁর ভাষণে ইউক্রেনের জন্য আরো সহায়তার পক্ষে সওয়াল করেন৷ তিনি মনে করিয়ে দেন, পশ্চিমা বিশ্বের সহায়তা পেয়ে ইউক্রেন রাশিয়ার কবল থেকে অনেক অধিকৃত ভূখণ্ড উদ্ধার করেছে৷ তাই বর্তমানে সামরিক ও আর্থিক সহায়তা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি৷ হাঙ্গেরির আপত্তি সত্ত্বেও ইইউ ইউক্রেনের জন্য সহায়তা চালিয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷

 

দাভোসে জেলেনস্কির জ্বালাময়ী ভাষণের কয়েক ঘণ্টা পরেই মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনকে সাবধান করে দিয়ে বলেন, প্রতিরোধ চালিয়ে গেলে সে দেশ ‘অপূরণীয়' ক্ষতির মুখ দেখবে৷ তাঁর মতে, রাশিয়ার সেনাবাহিনী অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে৷ পুটিন বলেন, ইউক্রেনের পালটা হামলাই শুধু ব্যর্থ হয়নি, রুশ বাহিনীই প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে৷ এমন অবস্থায় রাষ্ট্র হিসেবে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন পুটিন৷ তিনি রাশিয়ার নিরীহ মানুষের উপর হামলার কড়া নিন্দা করেন৷

 

মঙ্গলবারই ইউক্রেনের উপর আরো এক দফা জোরালো হামলা চালিয়েছে রাশিয়া৷ পূবের খারকিভ শহরের কেন্দ্রস্থলে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে৷ শহরের মেয়র বলেন, কাছাকাছি কোনো সামরিক স্থাপনা ছিল না৷ কৃষ্ণ সাগর উপকূলের ওডেসা শহরেও ড্রোন হামলায় কমপক্ষে তিন জন আহত হয়েছে৷

 

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ