1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দামি কোচদের দাম

৭ জুলাই ২০১৪

বিশ্বকাপ ফুটবলে খেলছে ৩২টি দল৷ এর মধ্যে এমন কিছু কোচ আছেন যাদের পারিশ্রমিক আকাশছোঁয়া, কিন্তু বিশ্বকাপে তাঁরা সাফল্য পাননি৷ একবার তাকানো যাক তাঁদের দিকে৷

UEFA EURO 2012 Griechenland vs Russland
কোচের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে রাশিয়াছবি: Getty Images

বিশ্বকাপের তিন সপ্তাহ পেরিয়ে গেছে৷ এর মধ্যে আবেগ উচ্ছ্বাসের উত্থান পতন হয়েছে৷ হয়েছে নানা সমালোচনাও৷ সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন বেশি বেতন পাওয়া কোচরা৷ সবচেয়ে দামি তিন কোচের দলই ছিটকে পড়েছে গ্রুপ পর্ব থেকে৷

রাশিয়ার ইটালীয় কোচ

২০০২ সালের পরে এই প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল রাশিয়া৷ তাদের কোচ ফাবিও কাপেলো-র বার্ষিক বেতন ৬৬ লাখ ৯৩ হাজার ৭৫০ পাউন্ড৷ এই বিশ্বকাপের সবচেয়ে দামি কোচ কাপেলো৷ অথচ গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে দলটি৷ রাশিয়ার গণমাধ্যম এবং সমর্থকরা কাপেলোকে তুলোধোনা করলেও ২০১৮ সালের আগে কাপেলোর চুক্তি ভাঙার কোন ইচ্ছে নেই৷ রাশিয়ান ফেডারেশনও তাকে বরখাস্ত করতে চাচ্ছে, পরবর্তী বিশ্বকাপের আগেই৷ কেননা সে দেশেই পরের বার প্রথমবারের মত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে৷ রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো বলেছেন, ‘‘টুর্নামেন্টে পৌঁছানোই একটা বড় ব্যাপার ছিল, যেটা কাপেলো করে দিয়েছেন৷''

ইংল্যান্ডের কোচ রয় হজসন

পারিশ্রমিকের দিক দিয়ে রুশ কোচের পরেই আছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন৷ বিশ্বকাপের কোচেদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক তাঁর৷ গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ড ছিটকে পড়লেও তিনিও পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন৷ গ্রুপ ডি, যেটিকে বলা হয় গ্রুপ অফ ডেথ – সেখান থেকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ হারায় ইংলিশরা৷ তবে এবারের ইংলিশ দলে অনেক নতুন খেলোয়াড় যুক্ত করার জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন হজসন৷ ইংলিশ দল বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার পর কুইন পার্ক রেঞ্জারস ম্যানেজার হ্যারি রেডক্ন্যাপ সংবাদ সংস্থা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘একটি দলের জন্য যা যা করা দরকার তার সবটুকুই তিনি করেছিলেন৷ কিন্তু কেন ভালো ফলাফল এলো না সেটা বোঝা মুশকিল৷' হজসনের বার্ষিক বেতন ৩৫ লাখ পাউন্ড বলে জানিয়েছে ডেইলি মেল৷

ইটালির কোচ সিজারে প্রানদেলি

উরুগুয়ের সাথে ১-০ গোলে হারের পর, কস্টারিকার কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইটালি৷ সেই সাথে বিদায় নেন ইটালির কোচ সিজারে প্রানদেলি৷ তিনি যখন তাঁর পদত্যাগের ঘোষণা দেন, তখন জনরোষের মুখে পড়েন৷ কারণটা তাঁর পারিশ্রমিক৷ তার বার্ষিক বেতন ২৫ লাখ ৭৫ হাজার পাউন্ড৷

অন্যদিকে, এবারের টুর্নামেন্টে সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া মেক্সিকো ও কস্টারিকার কোচ সবচেয়ে সুনাম অর্জন করেছেন৷ দুই দলই প্রত্যাশার চেয়ে বেশি ভালো খেলেছে৷ মেক্সিকোর কোচ মিগেল এরেরা-র বার্ষিক পারিশ্রমিক মাত্র ১ লাখ ২৫ হাজার পাউন্ড৷ অন্যদিকে আইভরি কোস্ট-এর কোচ সাবরি লামুশি আর একটি উদাহরণ, যিনি কম পারিশ্রমিকে তাঁর দলকে সাফল্যের শিখরে পৌঁছিয়েছেন৷ তার পারিশ্রমিক বছরে ৬ লাখ ১৮ হাজার ১২৫ পাউন্ড৷

অন্যদিকে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকেই৷ সেই দলের কোচ ভিসেন্তে দেল বস্কে-র বার্ষিক পারিশ্রমিক কিন্তু কম নয়, ২০ লাখ ১৭ হাজার পাঁচশ পাউন্ড৷

এবার আসি যে দেশে খেলা হচ্ছে সেই স্বাগতিক ব্রাজিলের কোচের কথায়৷ ফেলিপে স্কোলারির পারিশ্রমিক বছরে ২৩ লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ড৷ আর নেদারল্যান্ডস এর কোচ লুইস ফান খাল-কে বলা হয় বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে ‘চমৎকার' ম্যানেজার৷ তাঁর বার্ষিক বেতন ১৬ লাখ ৩১ হাজার ২৫০ পাউন্ড৷

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বছরে বেতন পান ১২ লাখ ৮৭ হাজার ৫০০৷ আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেলা-র বার্ষিক পারিশ্রমিক মাত্র ৪ লাখ ৮৭ হাজার ৫০০ পাউন্ড৷ জার্মানির সেরা কোচ বলা হয় কোচ ইওয়াখিম ল্যোভ-কে৷ যাঁর বেতন বছরে ২১ লাখ ৪৬ হাজার ২৫০ পাউন্ড৷ আর বেলজিয়ামের কোচ মার্ক ভিলমটস এর বেতন বছরে ৫ লাখ ১৫ হাজার পাউন্ড৷

এপিবি/এসবি (এপি, এএফপি, দ্য টেলিগ্রাফ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ