1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দামেস্কের কাছে ইসরায়েলের বিমান হামলা

২৬ ডিসেম্বর ২০১৮

দামেস্কের কাছে ইরানি বাহিনী এবং হেজবুল্লাহ'র ঘাঁটিতে হামলা চালিয়েছে কয়েকটি যুদ্ধবিমান৷ এগুলো ইসরায়েলের বলে সন্দেহ করা হচ্ছে৷ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারে নেতানিয়াহুর ঘোষণার পরই এই হামলা চালানো হলো৷

Syrien Staatsmedien: Syrische Luftabwehr reagiert auf Angriff nahe Damaskus
ছবি: picture-alliance/Xinhua/A. Safarjalani

দামেস্কের কাছে ইরানি বাহিনী এবং হেজবুল্লাহ'র ঘাঁটিতে হামলা চালিয়েছে কয়েকটি যুদ্ধবিমান৷ এগুলো ইসরায়েলের বলে সন্দেহ করা হচ্ছে৷ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারে নেতানিয়াহুর ঘোষণার পরই এই হামলা চালানো হলো৷

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে৷সিরিয়ার রাজধানীতেভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা৷ এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে৷ ভিডিওগুলোতে রাতের বেলায় আকাশে মিসাইল ছোড়ার দৃশ্য দেখা যাচ্ছে৷ রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে৷ তবে তিন সিরীয় সেনা হামলায় আহত হয়েছেন৷

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে, তাদের লক্ষ্য ইরানি বাহিনী এবং হেজবুল্লাহর অস্ত্রভাণ্ডার৷

হেজবুল্লাহ’র ‘হামলা টানেল’ এ ইসরায়েলের সামরিক অভিযান

00:56

This browser does not support the video element.

ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, সিরিয়াই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা প্রতিহত করতে তারা মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে৷

অন্যদিকে, লেবানিজ জাতীয় সংবাদ সংস্থা বলছে, লেবাননের উপর দিয়ে দামেস্কের সীমান্তে উড়ে গেছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো৷ তাদের সন্দেহ ছিল লেবাননের উপরই ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তারা৷

রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে দুই হাজার সেনা সরিয়ে নিলেও ইসরায়েলের নীতিতে কোনো পরিবর্তন আসবে না এবং সিরিয়ায় ইরানি সেনাবাহিনীর উপর তাদের হামলা অব্যাহত থাকবে৷

আসাদ সরকারের সমর্থক ইসরায়েল সিরিয়ায় ইরানি বাহিনী এবং হেজবুল্লাহ'র ঘাঁটি লক্ষ্য করে প্রায়ই বিমান হামলা চালিয়ে থাকে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ