1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দামেস্কের পূর্বাঞ্চলে হামলা

২৮ আগস্ট ২০১২

সিরিয়ার সরকারি সেনারা মঙ্গলবার সেদেশের রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে সামরিক অভিযান বাড়িয়েছে৷ সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেই অঞ্চলের দিকে বাড়তি নজর দিচ্ছে সরকারি বাহিনী৷

ছবি: Reuters

বিদ্রোহীরা দাবি করে, হেলিকপ্টারটি তাদের গুলিতে বিধ্বস্ত হয়৷

দামেস্কের পূর্বাঞ্চলে অবস্থিত শহর জামালকা, কুয়াবন, জুবার এবং আইন টারমায় গোলাবর্ষণ শুরু করছে সরকারি সেনারা৷ সেদেশে যুদ্ধরত বিদ্রোহী সেনাদের এক কমান্ডার জানিয়েছেন, সরকারি সেনারা এখন দামেস্কের পূর্বে অবস্থিত দুর্গম গুটা এলাকায়ও অভিযান চালাচ্ছে৷

সোমবার সিরিয়ায় সহিংসতায় প্রাণ হারিয়েছে ১৯০ ব্যক্তি৷ হতাহতের এই ঘটনার পর মঙ্গলবার সেদেশে গৃহযুদ্ধের তীব্রতা আরো বেড়েছে৷ লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই তথ্য৷

এদিকে, সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে আবারো গণহত্যার অভিযোগ উঠেছে৷ দারায়া শহরে গত সপ্তাহে কয়েক শত বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মার্টিন নেসিরকি এই বিষয়ে বলেন, ‘‘মহাসচিব দারায়ায় হত্যাকাণ্ডের খবর শুনে অত্যন্ত বিচলিত হয়েছেন এবং এই ভয়াবহ ও নৃশংস অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন৷''

লন্ডনভিত্তিক অবজারভেটরি মঙ্গলবার জানিয়েছে, দারায় আরো সাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে৷ তবে এদের পরিচয় জানা যায়নি৷ সেখান থেকে এখন পর্যন্ত ৩৪০টির মতো মরদেহ উদ্ধার করা হয়েছে৷ অ্যাক্টিভিস্টদের দাবি, গত সপ্তাহে শহরটিতে টানা পাঁচদিন গোলাবর্ষণ করে সরকারপন্থী সেনারা৷ এসময় তারা ঘরে ঘরে অভিযান চালায় এবং নির্বিচারে মানুষ খুন করে৷ সরকারি বাহিনীর এই অভিযান শেষ হওয়ার পর সেখানে কয়েকশত মরদেহের সন্ধান পায় অ্যাক্টিভস্টরা৷ তারা ইন্টারনেটে এসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে৷ এতে বেশ কিছু রক্তাক্ত মরদেহ দেখা গেছে৷ দারায়ার একটি কবরস্থানে মরদেহগুলো সারিবদ্ধভাবে রাখা ছিল৷

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন দারায়া শহরে এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এধরনের গণহত্যা ‘‘পুরোপুরি অগ্রহণযোগ্য৷''

প্রসঙ্গত, সিরিয়ার বিদ্রোহী পক্ষের সামরিক শাখা ‘ফ্রি সিরিয়ান আর্মি' সোমবার দাবি করে, কুয়াবন জেলায় সরকারি বাহিনীর একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে তারা৷ সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনও হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে৷ তবে ঠিক কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে, সেটা জানায়নি সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন৷ এর আগে একটি বিমান ভূপাতিত করার দাবিও জানিয়েছিল ফ্রি সিরিয়ান আর্মি৷

এআই / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ