1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

দামেস্কে ইসরায়েলের মিসাইল হামলা

১৩ অক্টোবর ২০২৩

ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নেতানিয়াহুকে জানিয়েছেন, অ্যামেরিকা সবরকমভাবে তাদের সাহায্য করবে।

ইসরায়েলের পাশে অ্যামেরিকা
ব্লিংকেন ও নেতানিয়াহুছবি: Haim Zach/GPO/dpa/picture alliance

সিরিয়ার প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েল দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে। আলেপ্পো বিমানবন্দরেও ইসরায়েলের মিসাইল এসে পড়েছে। ফলে বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। তবে হাতহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েল জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত পণবন্দিদের মুক্তি দেওয়া হবে না, ততক্ষণ গাজা স্ট্রিপে কোনোরকম মানবিক সাহায্য পাঠানো হবে না। খাবার এবং ওষুধও ঢুকতে দেওয়া হবে না। উল্লেখ্য, হামাস ইসরায়েলে হামলা চালিয়ে বহু ব্যক্তিকে বন্দি করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তাদের ছাড়া হয়নি। হামাস জানিয়েছে, ইসরায়েল যেভাবে গাজা স্ট্রিপে আক্রমণ চালাচ্ছে তা বন্ধ না করলে ওই বন্দিদের এক এক করে হত্যা করা হবে। তারই পাল্টা একথা জানিয়েছে ইসরায়েল।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। অ্যান্টনি জানিয়েছেন, অ্যামেরিকা সবরকমভাবে ইসরায়েলের পাশে আছে। ইসরায়েলকে সবরকম সাহায্য করা হবে। শুক্রবার ইসরায়েল যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডায়ের লাইয়েন। তিনিও নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই ইইউ জানিয়েছে, তারা ইসরায়েলের পাশে আছে।

এদিকে ইসরায়েল এবং গাজা স্ট্রিপে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইসরায়েল জানিয়েছে, সেখানে এখনো পর্যন্ত নিহত হয়েছেন ১৩০০ মানুষ। অন্যদিকে গাজা স্ট্রিপে ১৩৫০ জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। গাজায় একটি শরণার্থী ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে বলে হামাসের তরফে দাবি করা হয়েছে। তাতে নারী ও শিশু-সহ বহু মানুষের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছে।

ক্যানাডার সমর্থন

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তারাও ইসরায়েলকে সমর্থন করছে। ট্রুডো জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে। ইসরায়েল ঠিক সেকাজই করছে। সাংবাদিকেরা ট্রুডো প্রশ্নম করেছিলেন, ইসরায়েল যেভাবে গাজা স্ট্রিপ অবরুদ্ধ করেছে, তা আন্তর্জাতিক আইন মোতাবেক কি না! ট্রুডো এবিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি।

এদিকে বৃহস্পতিবার ক্যানাডায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি হিব্রু সোসাইটিতে তারা হামলা চালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ।

ইইউ সফর

শুক্রবার ইইউ প্রধান উরসুলা ইসরায়েলে পৌঁছাবেন। তিনি বুধবার জানিয়েছেন, ইসরায়েলে সাধারণ মানুষ নিহত হচ্ছেন। তার বক্তব্য, ''যারা মারা গেছেন, তাদের একটিমাত্র দোষ, তারা ইহুদি। এ এক ঐতিহাসিক অন্যায়। এখনো যে ইতিহাসের কথা মনে পড়লে হার হিম হয়ে আসে।'' অক্টোবরের ৭ তারিখ বিশ্ব ইতিহাসের একটি কালো দিন হিসেবে সূচিত হবে বলে জানিয়েছেন তিনি।

জাবালিয়া শরণার্থী শিবির

গাজা স্ট্রিপের জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে গাজার কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। গাজা স্ট্রিপের উত্তর দিকে এই ক্যাম্পটি অবস্থিত। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করছে বলে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে গাজার প্রশাসন জানিয়েছে। এদিকে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। জ্বালানির অভাবে সেটি বন্ধ হয়েছে। ফলে গোটা গাজায় এখন আর বিদ্যুৎ নেই।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ