1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাদ-ব্রাহিমি বৈঠক

১৫ সেপ্টেম্বর ২০১২

সিরিয়ায় আন্তর্জাতিক বিশেষ দূত লাখদার ব্রাহিমি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে বৈঠক করেছেন৷ বৈঠকের পর ব্রাহিমি সতর্ক করে দিয়েছেন, সিরিয়ার সংকট শুধু ঐ অঞ্চলের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

চলতি মাসের শুরুতে সিরিয়ার জন্য জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৮ বছর বয়সি কূটনীতিক ব্রাহিমি৷ দু'দিন আগে তিনি সিরিয়ার রাজধানী দামেস্ক গেছেন৷ শনিবার বৈঠক করলেন বাশার আল-আসাদের সাথে৷ দামেস্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘এই সংকট খুব ঝুঁকিপূর্ণ এবং পরিস্থিতির আরো অবনতি ঘটছে৷ এটি সিরিয়ার মানুষের পাশাপাশি এই অঞ্চল এবং সারা বিশ্বের জন্যই হুমকি৷'' তিনি এই সংকট সমাধানে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান৷ ব্রাহিমি বলেন, ‘‘সিরিয়ার কৌশলগত গুরুত্ব এবং এই অঞ্চলের উপর এই সংঘাতময় পরিস্থিতির নেতিবাচক প্রভাব বিবেচনা করে সকল পক্ষকে এই সংকট সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ সমাধান আসতে পারে সিরিয়ার জনগণের কাছ থেকেই৷''

শনিবারও সিরিয়ার বিভিন্ন শহরে সরকারি বাহিনীর হামলা এবং বিদ্রোহীদের সাথে সরকারি সেনাদের সংঘর্ষের খবর পাওয়া গেছেছবি: Marine Olivesi

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, শনিবার ব্রাহিমির সাথে বৈঠকে প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘‘সিরিয়ায় মূল সমস্যা হলো স্থানীয়ভাবে সম্পন্ন কর্মকাণ্ডের সাথে রাজনৈতিক সমন্বয়৷ রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে - বিশেষ করে সিরিয়ার মানুষের প্রত্যাশা অনুসারে সকল পক্ষের মধ্যে সমঝোতা আলোচনার আহ্বান জানানো হয়েছে৷ তবে রাজনৈতিক প্রচেষ্টার সাফল্য সেসব দেশের উপর চাপ প্রয়োগের উপর নির্ভর করছে, যারা সন্ত্রাসীদের অর্থ ও প্রশিক্ষণ দিচ্ছে এবং সিরিয়ায় অস্ত্র সরবরাহ করছে৷'' প্রেসিডেন্ট আসাদ বলেন, তাঁর সরকার সংকট সমাধানে সেসব আন্তরিক উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা করবে যেগুলো নিরপেক্ষ এবং স্বাধীন হবে৷

বাশার আল-আসাদ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম এবং আসাদ প্রশাসনের আস্থাভাজন বিরোধীদলগুলোর নেতাদের সাথেও বৈঠক করেছেন ব্রাহিমি৷ এছাড়া আরব রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথেও তাঁর বৈঠক করার কথা রয়েছে৷

এদিকে, শনিবারও সিরিয়ার বিভিন্ন শহরে সরকারি বাহিনীর হামলা এবং বিদ্রোহীদের সাথে সরকারি সেনাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ উত্তরাঞ্চলের আল-বাব এলাকায় রাতভর গোলা হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে৷ স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, আল-বাব এলাকায় অন্তত ১২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ৬০ জন৷ এছাড়া রাজধানী দামেস্ক, উত্তরাঞ্চলের শহর আলেপ্পো, বুস্তান আল-বাশা, আল-হাজার আল-আসওয়াদ, মিদান, দারা, হানানো এবং সাখুর এলাকায় সহিংসতা ও সংঘর্ষের খবর দিচ্ছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

এএইচ / এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ