1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দামেস্কে বিস্ফোরণ

২৮ জুন ২০১২

সিরিয়ার রাজধানী দামেস্ক'এর কেন্দ্রে অবস্থিত মূল আদালতে হামলা চালিয়েছে বিদ্রোহী সেনারা৷ সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই খবর৷ এদিকে, সিরিয়া-তুরস্ক সীমান্ত এলাকায় সেনা জড়ো করছে তুরস্ক৷

ছবি: Reuters

দামেস্কে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং শহরের কেন্দ্র থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা যায়৷ দামেস্ক'এর যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেই এলাকা দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত৷ এই এলাকা বিদ্রোহীদের আওতায় আসবে না, এমনটা ভাবা হয়েছিল এতদিন৷ কিন্তু বৃহস্পতিবার সব হিসাব বদলে গেছে, কমপক্ষে দুটি বিস্ফোরণ ঘটেছে আদালত চত্বরে৷ সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আদালতের গাড়ি রাখার স্থানে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটিয়েছে৷

আদালতের আইনজীবী এবং বিচারকরা সাধারণত এই কার পার্কটি ব্যবহার করে থাকেন৷ তবে এই হামলায় হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি৷

এদিকে, তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় সেনা জমায়েত শুরু করেছে তুরস্ক৷ গত শুক্রবার সিরিয়ান সেনাদের গুলিতে একটি তুর্কি যুদ্ধ বিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়৷ এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়৷ তুরস্ক এমন এক সময় সীমান্তে সেনা জড়ো করছে, যখন সিরিয়ার অভ্যন্তরে সংঘাত অনেক বেড়ে গেছে এবং পশ্চিমা ও আরব সমর্থিত কূটনৈতিক পন্থায় সেদেশে ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের প্রক্রিয়া চলছে৷

বলা বাহুল্য, সিরিয়ার অভ্যন্তরের সংঘর্ষ মাঝে মাঝে তুরস্ক সীমান্তের খুব কাছাকাছি পৌঁছে যায়৷ তাছাড়া সিরিয়ার সেনারা তুর্কি বিমানে হামলার পর তুরস্কের প্রধানমন্ত্রী তাইয়েপ এর্দোয়ান সীমান্ত এলাকায় সিরিয়ার যে কোনো সামরিক কার্যক্রমকে সামরিক লক্ষ্য বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন৷

দামেস্কে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং শহরের কেন্দ্র থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা যায়৷ছবি: Reuters

সিরিয়া সীমান্তের কাছাকাছি তুর্কি শহর আন্টেকায় অবস্থানরত একজন রয়টার্স প্রতিবেদক জানিয়েছেন, তিনি তুর্কি সেনাদের একটি বহর সীমান্ত অভিমুখে যাত্রা করতে দেখেছেন৷ সেনাবহরটি পাহাড়ি এলাকার সরু মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে৷

এদিকে, সিরিয়ায় ১৬ মাস ধরে চলা সংকট নিরসনে নতুন আন্তর্জাতিক উদ্যোগে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া৷ শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া ইস্যুতে কিছু নতুন প্রস্তাব উত্থাপন করবেন জাতিসংঘ-আরব লিগ বিশেষ দূত কোফি আনান৷ ধারনা করা হচ্ছে, আনান সিরিয়া সংকট নিরসনে সেখানে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিতে চান, যেখানে আসাদ সমর্থক এবং বিরোধীদের অংশগ্রহণ থাকবে৷ কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলছেন, সিরিয়া সংকট নিরসনে বাইরে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না, বরং সিরিয়ার সাধারণ জনগণই সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে৷ এছাড়া জেনেভায় বৈঠকে ইরানকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছে রাশিয়া৷

উল্লেখ্য, সিরিয়ায় গত বছর ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে ১৫ হাজারের বেশি মানুষ৷ আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়া সংকট নিরসনের চেষ্টা চালিয়ে গেলেও এক্ষেত্রে খুব একটা সফলতা এখনো পাওয়া যায়নি৷

এআই / ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ