1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দামেস্কে বোমা হামলা, দোহায় বিরোধীদের বৈঠক

৪ নভেম্বর ২০১২

সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় যুদ্ধবিমান থেকে বোমা হামলা হচ্ছে৷ এদিকে, দামেস্কে একটি হোটেলের কাছে বোমা হামলার খবর দিচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম৷ অন্যদিকে, কাতারে বৈঠক করছে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল - এসএনসি৷

Syrian security members inspect the damage in a building, caused by an explosion near the Dama Rose hotel, in the heart of the Syrian capital Damascus, on November 4, 2012. State news agency SANA said that the blast, which was at the area close to several security centres and Syrian military headquarters, left seven people wounded. AFP PHOTO/STR (Photo credit should read -/AFP/Getty Images)
Syrien Damaskus Bombenexplosionছবি: AFP/Getty Images

রবিবার সকাল থেকেই রাজধানী দামেস্কে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু করেছে সরকারি বাহিনী৷ আকাশ থেকে সরকারি সেনারা বিভিন্ন এলাকায় বোমা ফেলছে৷ আর সরকারি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিদ্রোহীরা৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কে অবস্থিত একটি রাজনৈতিক গোয়েন্দা দপ্তরের কাছে সেনা ও বিদ্রোহীদের মাঝে সংঘর্ষ হচ্ছে৷ এতে ঐ এলাকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে৷ এছাড়া আলেপ্পোসহ বেশ কয়েকটি শহরে সংঘর্ষের খবর দিয়েছে অবজারভেটরি৷ তাদের হিসাবে, শনিবার বিভিন্ন স্থানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে অন্তত ২২০ জন নিহত হয়েছে৷

আর রাজধানী থেকে উত্তর-পূর্বের ঘুতা এলাকায় রবিবার অন্তত তিন দফা বোমা ফেলেছে সরকারি বাহিনী বলে জানিয়েছে সংস্থাটি৷ এছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দামা রোজ হোটেলের কাছে তাদের ভাষায় ‘সন্ত্রাসীরা' বোমা হামলা চালিয়েছে৷ এতে অন্তত সাত জন বেসামরিক মানুষ আহত হয়েছে৷

ছবি: AP

এদিকে, সিরিয়ায় রক্তক্ষয়ী সাংঘর্ষিক পরিস্থিতিতে নিজেদের কর্মকৌশল ঠিক করতে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছে সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলোর জোট এসএনসি৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন অভিযোগ তুলেছেন যে, এসএনসি বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বশীল পরিষদ হয়ে ওঠেনি৷ তবে বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগও শোনা গেছে এসএনসি'র পক্ষ থেকে৷ তবুও যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বশীল একটি প্রবাসী সরকার গঠনের ব্যাপারে এসএনসি চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের খবর৷

এই প্রবাসী সরকারের নাম হবে সিরিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ তথা এসএনআই৷ এতে ফ্রি সিরিয়ান আর্মি এবং দেশের ভেতরে ও বাইরে থাকা বিরোধী নেতাদের মধ্য থেকে ৫০ জন সদস্য থাকবে বলে জানা গেছে৷ আর এই প্রবাসী সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে রিয়াদ সাইফের নাম শোনা যাচ্ছে৷

অন্যদিকে, রবিবার সিরিয়ায় আন্তর্জাতিক বিশেষ দূত লাখদার ব্রাহিমির কায়রোয় আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির সাথে বৈঠক করার কথা রয়েছে৷ এছাড়া ব্রাহিমি এবং আরাবি উভয়ে একইদিনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভের সাথে আলোচনায় বসবেন বলে জানিয়েছে আরব লিগ কর্তৃপক্ষ৷

এএইচ / আরআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ