1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দাম’ দিয়ে মুক্তি উইগুর নারীদের?

৭ মে ২০১৯

২০১৭ সালে অনেক পাকিস্তানি ব্যবসায়ীর উইগুর সম্প্রদায়ের স্ত্রী-রা হারিয়ে গিয়েছিলেন৷ তাঁদের মধ্যে ৪০ জনের মতো মু্ক্তি পেয়েছেন৷ কিন্তু এই মুক্তি পেতে দাম দিতে হয়েছে৷

Türkei unsichere Lage für Uiguren aus China
ফাইল ফটোছবি: Reuters/Murad Sezer

বার্তা সংস্থা এএফপি'কে দেয়া সাক্ষাৎকারে ওই নারীদের স্বামীরা দাবি করেছেন, ইসলামে হারাম, এমন কাজ তাঁদের করতে হয়েছে৷ চীনা সমাজে ‘খাপ খাইয়ে নেবার জন্য' তাঁদের এসব কাজ করতে হচ্ছে৷

ইসলামী উগ্রবাদ দমনের নামে চীনের জিনজিয়ান প্রদেশের পশ্চিমাঞ্চলে প্রায় দশ লাখ উইগুর সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়৷ চীনা কর্তৃপক্ষ বরাবরই একে ‘কারিগরি শিক্ষা প্রদান কেন্দ্র' বলে দাবি করে আসছে৷

হারিয়ে যাওয়া নারীরাও এসব ক্যাম্পে ছিলেন৷ মু্ক্তি পাবার পর কারো কারো স্বামীর সঙ্গে দেখা হয়েছে৷

‘‘তিনি আমাকে বলেছেন যে, তাঁকে শুয়োরের মাংস খেতে এবং মদ পান করতে বাধ্য করা হয়েছে, এমনকি এখনো করতে হচ্ছে,'' নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর স্বামী বলেন এএফপি'কে৷ তিনি তাঁর স্ত্রীকে দেখতে জিনজিয়ান প্রদেশে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন৷ তিনি বলেন, এই নারীদের মুক্তি দিলেও তাঁদের আচরণ পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ৷

‘‘কর্তৃপক্ষ বলেছে, তাঁর আচরণ দিয়ে তাদের সন্তুষ্ট করতে হবে যে, তিনি আর কোনো প্রতিক্রিয়াশীল চিন্তাধারার সঙ্গে যুক্ত নন,'' বলেন ঐ নারীর স্বামী৷

সম্প্রতি উইগুর জনগোষ্ঠীর ওপর চীন সরকারের খবরদারির বিষয়ে আন্তর্জাতিক মহলে চরম সমালোচনা হলে, গত দু'মাস ধরে এই নারীদের আস্তে আস্তে ছাড়তে শুরু করে তারা৷ 

জেডএ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ