1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরে দাঁড়াবেন আকিহিতো?

৮ আগস্ট ২০১৬

দেশবাসীর উদ্দেশে দেয়া এক ভাষণে সিংহাসন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন জাপানের সম্রাট আকিহিতো৷ বললেন, বয়স ও স্বাস্থ্যের ক্রমবর্ধমান অবনতির কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য৷ আর সে কারণেই এই সিদ্ধান্ত৷

Japan Kaiser Akihito und Kaiserin Michiko
ছবি: picture-alliance/AP Photo/Imperial Household Agency

‘সিংহাসন ত্যাগ' শব্দটি ব্যবহার না করলেও, দায়িত্ব হস্তান্তরের কথা বলেছেন ৮২ বছর বয়স্ক এই সম্রাট৷

বলেছেন, তাঁর আশা ছিল রাষ্ট্রের প্রতীক হিসেবে সম্রাটের দায়িত্ব কোনো বাধা-বিঘ্ন ছাড়াই পালন করে যেতে পারবেন তিনি৷ কিন্তু, প্রথমে হৃদরোগ ও পরবর্তীতে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন তিনি৷

১৯৮৯ সালে পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হন আকিহিতো৷ তাঁর দশ মিনিটের এই বক্তব্যের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন যে, তাঁর সরকার সম্রাটের এই বক্তব্যকে ‘গুরুত্বের' সঙ্গে নেবে এবং করণীয় সম্পর্কে আলোচনা করবে৷

প্রসঙ্গত, এ নিয়ে জীবনে দ্বিতীয়বারের মতো টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশc ভাষণ দিলেন আকিহিতো৷

ডিজি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ