1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে বস্তির ফুটবল

২ ফেব্রুয়ারি ২০১৩

স্থানীয় ফুটবল টুর্নামেন্টে ভালো করতে চায় অ্যালান ভিয়েরা৷ ১৭ বছর বয়সি এই পাতলা গড়নের কিশোর ফুটবল চর্চা করে রিও’র বস্তির কাদা মাটিতে৷ বসবাসও সেখানেই৷ এই দারিদ্র্য দশা থেকে মুক্তির একটাই পথ আছে তার কাছে, ফুটবল৷

ছবি: DW/S. Cowie

ভিয়েরা এবং তার দলের সদস্যরা স্থানীয় ফাভেলাস কাপ, মানে বস্তি কাপে ভালো খেলা প্রদর্শনের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বস্তি কাপ কেননা ফাভেলা মানে হল বস্তিবাড়ি৷ উদ্দেশ্য, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভা অন্বেষকদের নজর কাড়া৷ কারণ, তাঁরা ব্রাজিলের ছোট টুর্নামেন্ট থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করে নিয়ে যায় বড় ক্লাবে৷ এরপর আরো সাফল্য মানে হচ্ছে, জাতীয় দলে ঢোকার সুযোগ৷ বড় ক্লাবের খেলার সুযোগ পেলেই অবশ্য দারিদ্র্য দশা থেকে মুক্তি মিলবে৷ আর জাতীয় দলে হলে তো কথাই নেই৷

ভিয়েরার জীবনটা বড় কষ্টের৷ তার কথায়, ‘‘মাঝে মাঝে শুধু ভাত আর মটরশুটি খেয়ে দিন পার করতে হয়৷ আমি একজন ফুটবলার হয়ে আমার পরিবারকে সহায়তা করতে প্রচণ্ড পরিশ্রম করছি৷''

ব্রাজিলের তরুণদের ফুটবলার হওয়ার স্বপ্ন অহেতুক নয়৷ তাদের সামনে উদাহরণ অনেক৷ জিকো, রোনাল্ডো আর নায়মারের মতো ফুটবল তারকাদেরকে আদর্শ মানে সেদেশের তরুণরা৷ তারা মনে করে, ফাভেলাস কাপ হচ্ছে উন্নয়নের প্রথম সোপান৷

জিকো কি রোনাল্ডো হবার স্বপ্ন দেখছে যারাছবি: DW/S.Cowie

সেদিন ফাভেলাস কাপে ভালো করেছিল ভিয়েরার দল৷ ৩-০ গোলে জিতেছে তারা৷ শেষের গোলটি এসেছে ভিয়েরার পা থেকে৷ মাঠে থাকা প্রতিভা অন্বেষকদেরও নজর পড়েছে ভিয়েরার উপর৷ অন্বেষণ সংস্থা ডেপন্টো'র কর্মকর্তা আমিল্টন ডে অলিভিয়েরা বলেন, ‘‘আমরা কয়েকজন খেলোয়াড়ের উপর নজর রাখছি যারা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছে৷ তাদেরকে প্রফেশনাল টিমে খেলার সুযোগ দেওয়া হবে৷''

১৮ বছর বয়সি অ্যান্ডারসন বাসিলিও ইতিমধ্যে ফাভেলাসের সীমানা পেরিয়ে গেছে৷ রিও'র বস্তির এই তরুণ এখন ফ্লামেঙ্গো ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে৷ ফ্লামেঙ্গো হচ্ছে ব্রাজিলের সেরা ক্লাবগুলোর একটি৷

খুব শীঘ্রই সম্ভবত বাসিলিও'র পদাঙ্ক অনুসরণ করবে ভিয়েরা৷ তার মধ্যে সম্ভাবনা খুঁজে পেয়েছে প্রতিভা অন্বেষকরা৷ এরকম সম্ভাবনা কাজে লাগিয়েই ফুটবলের বিশ্ব দরবারের উপরের সারিতে জায়গা করে নিয়েছে ১৯০ মিলিয়ন জনগণের দেশ ব্রাজিল৷ ২০১৪ সালের বিশ্বকাপও অনুষ্ঠিত হচ্ছে সেদেশে৷

এআই / এসি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ