দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি, ধস, তিস্তায় জলস্ফীতি
২৭ সেপ্টেম্বর ২০২৪শুক্রবারও দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে৷ আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হয়েই চলেছে৷ সিকিমেও বৃষ্টি হচ্ছে৷
এর ফলে তিস্তায় জল অনেকটাই বেড়ে গেছে৷ তিস্তার পাশে যারা থাকেন তাদের সতর্ক করে দেয়া হয়েছে৷ তিস্তার চেহারা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে৷
তিস্তার জল বেড়ে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে৷ তিস্তাবাজার, সেবক, বাসুডুবা, গজলডোবাতে সতর্কতা জারি করা হয়েছে৷
তিস্তায় জল বাড়ার ফলে বাংলাদেশেও তিস্তা দিয়ে অতিরিক্ত জল যাবে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন৷
অনেক জায়গায় ধস
বৃহস্পতিবার থেকেই দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস নামে৷ শুক্রবার আরো কয়েকটি জায়গায় ধস নামে৷ মিরিক, ঘুম, সুকিয়া পোখরি রোডে একাধিক জায়গায় ধস নেমেছে৷ লোয়ার সিটং, দুধিয়া, পানিঘাটা, রোডও ধসের কবলে পড়েছে৷
কালিম্পংয়ে সিংথাম-রংপো রোডে পাথর এসে পড়ে রাস্তা বন্ধ করে দিয়েছে৷ মেল্লি বাজারের কাছেও ধস নেমেছে৷ ১০ নম্বর জাতীয় সড়ক গত মঙ্গলবার খুলেছিল৷ সেখানেও আবার ধস নামলো৷ ফলে সেখানে অনেক জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে৷
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, গরুবাথান ও কালিম্পং ১ নম্বর ব্লকে ধস নামতে পারে৷ লাভা ও লোলেগাঁও ধসের কবলে পড়তে পারে৷
জিএইচ/এসজি (পিটিআই, আনন্দবাজার)