1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের শাস্তি

১ জুন ২০১২

গত কয়েকদিনে পুলিশের যারপরনাই বাড়াবাড়িতে বিস্মিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷ তিনি দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

ছবি: Reuters

সাংবাদিকদের ওপর দফায় দফায় পুলিশের হামলা৷ ফটো সাংবাদিকদের মেরে হাসপাতালে পাঠানো৷ আদালত এলাকায় পুলিশ সদস্যদের হাতে তরুণীর শ্লীলতাহানি৷ সাংবাদিক ও আইনজীবীদের মারধর – গত কয়েকদিনে এই হল বাংলাদেশে পুলিশের কর্মকাণ্ড৷

এতে ক্ষুব্ধ বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷ তাঁর প্রশ্ন, পুলিশ এত ঔদ্ধত্য দেখানোর সাহস কোথায় পায়? পুলিশকে যৌক্তিক আচরণ করতে সরকারের সর্বোচ্চ মহল থেকে বার বার বলা হলেও তারা থামছেনা কেন?

তিনি ডয়চে ভেলেকে জানান, বিষয়টি নিয়ে কমিশন সদস্যরা শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন৷ তাঁরা চান, দায়ী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে প্রতিটি ঘটনায় শাস্তি দিতে হবে৷

পুলিশের সাবেক আইজি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, পুলিশে কোন জবাবদিহিতা নেই৷ তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করায় তারা বার বার অপরাধ করে পার পেয়ে যায়৷ তাই তারা এত বেপরোয়া হয়ে উঠেছে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, পুলিশে এখন সংস্কার প্রয়োজন৷ ব্রিটিশ আমলের আইন দিয়ে এখন পুলিশ চলতে পারেনা৷ ২০০৭ সালে পুলিশ সংস্কারের পূর্ণাঙ্গ রূপরেখা দেয়া হলেও আজো তা বাস্তবায়ন হয়নি৷

দু'জনই মনে করেন, পুলিশকে গণমুখী এবং সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে তাদের নিরপেক্ষ প্রতিষ্ঠান বা কমিশনের কাছে জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে৷ আর রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার বন্ধ করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ