1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগ

১১ নভেম্বর ২০১২

সাবেক রাজনীতিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের ভুল খবর পরিবেশনের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন বিবিসি’র মহাপরিচালক ও প্রধান সম্পাদক৷ এরপর বিবিসি ট্রাস্ট’এর চেয়ারম্যান বিবিসিতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছেন৷

ছবি: Getty Images

সাবেক রাজনীতিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের ভুল খবর পরিবেশনের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন বিবিসি'র মহাপরিচালক ও প্রধান সম্পাদক৷ এরপর বিবিসি ট্রাস্ট'এর চেয়ারম্যান বিবিসিতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছেন৷

বিবিসি টেলিভিশনের চলতি ঘটনা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘নিউজনাইট'৷ সপ্তাহের পাঁচ কার্যদিবসের রাতে এটি প্রচারিত হয়৷ এ মাসের ২ তারিখে প্রচারিত অনুষ্ঠানে সাবেক এক রাজনীতিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়৷ অথচ প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তির কোনো মন্তব্য নেয়া হয়নি৷ পরে দেখা যায়, অভিযোগটা মিথ্যা৷ ফলে শুরু হয় তোলপাড়৷ কেননা যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন৷

এই ঘটনার আগে থেকেই বিবিসির ভূমিকা প্রশ্নের মুখে ছিল৷ কেননা বিবিসি তথা পুরো ব্রিটেনেরই বিখ্যাত উপস্থাপক জিমি স্যাভিলের বিরুদ্ধে থাকা শিশু ও নারী নির্যাতনের ঘটনা চেপে গিয়েছিল বিবিসি৷

নিউজনাইটের প্রতিবেদন ‘নিম্নমানের' সাংবাদিকতা: বিবিসি ট্রাস্ট চেয়ারম্যানছবি: Getty Images

ঘটনাটা হচ্ছে, ব্রিটেনে বিবিসি'র প্রতিদ্বন্দ্বী আইটিভি তাদের এক প্রতিবেদনে জানায় যে, জিমি স্যাভিল বিবিসিতে কাজ করার সময় প্রায় ৩০০ জন শিশু ও তরুণীকে যৌন হয়রানি করেছেন৷ এর কিছু কিছু ঘটনা বিবিসিতেও ঘটেছে৷

এ সংক্রান্ত একটি ডকুমেন্টারি গত বছর বিবিসিতে প্রচারের জন্য জমা দেয়া হয়েছিল৷ কিন্তু সেসময় জিমি স্যাভিল মারা যাওয়ায় ডকুমেন্টারিটি আর প্রচার না করার সিদ্ধান্ত নেয় বিবিসি৷ উল্টো স্যাভিলের প্রশংসা করে তারা৷

স্যাভিলের ঘটনা যখন ঘটে তখন বিবিসি টিভি'র প্রধান ছিলেন জর্জ অ্যান্টউইসল৷ এই একই ব্যক্তি দু'মাস আগে বিবিসি'র মহাপরিচালক নির্বাচিত হন৷

সাবেক রাজনীতিকের বিরুদ্ধে যে প্রতিবেদনটি প্রচারিত হয়েছে তা তিনি জানতেন না বলে দাবি করেছেন অ্যান্টউইসল৷ তবে তিনি যেহেতু সংস্থার প্রধান তাই দোষটা নিজেরই বলে মন্তব্য করেন তিনি৷ এরপর শনিবার দিন শেষে নিজের পদত্যাগের ঘোষণা দেন অ্যান্টউইসল৷ সেসময় তিনি বলেন, নিউজনাইটের প্রতিবেদনটি ৯০ বছর ধরে বিবিসি'র উপর মানুষের যে বিশ্বাস তাকে ক্ষতিগ্রস্ত করেছে৷ তাই পদত্যাগ করাটাই সম্মানের বলে মন্তব্য তাঁর৷

অ্যান্টউইসল যখন সাংবাদিকদের সামনে কথা বলছিলেন তখন পাশে ছিলেন বিবিসি ট্রাস্ট এর চেয়ারম্যান ক্রিস প্যাটেন৷ তিনি নিউজনাইটের প্রতিবেদনকে ‘নিম্নমানের' সাংবাদিকতা বলে মন্তব্য করেন৷ এবং এরপরই বিবিসি'তে ব্যাপক পরিবর্তন আনার কথা বলেন৷

প্যাটেন বলেন, বিবিসিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রতিদ্বন্দ্বীরা, বিশেষ করে রুপার্ট মার্ডকের প্রতিষ্ঠানগুলো বেশি খুশি হবে৷ এবং তারা এ থেকে সুবিধা নেয়ার চেষ্টা করবে৷

জেডএইচ / এএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ