1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিনশেষে রাজত্ব শ্রীলঙ্কার, বাংলাদেশের এক উইকেট

২৯ এপ্রিল ২০২১

দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে খেলা শুরুর অস্বস্তির সময়টুকু কাটিয়ে দিনশেষে রাজত্ব করলেন৷ বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দুজনে গড়লেন রানের পাহাড়ের ভিত৷

ছবি: ISHARA S. KODIKARA/AFP

শ্রীলঙ্কা আরেকবার সত্য প্রমাণ করল ‘প্রথম ঘণ্টা বোলারদের দাও, বাকি দিনটা নিজের করে নাও' - টেস্ট ক্রিকেটের চিরায়ত সেই কথাটি৷ সেঞ্চুরির পর শেষ সেশনে করুনারত্নে আউট হলেও থিরিমান্নে রইলেন অপরাজিত৷ পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৯১ রান৷

লঙ্কান অধিনায়কের এটি দ্বাদশ টেস্ট সেঞ্চুরি৷ থিরিমান্নে অপরাজিত আছেন ১৩১ রানে৷

করুনাররত্নে ও থিরিমান্নের উদ্বোধনী জুটিতে আসে ২০৯ রান৷ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরির উদ্বোধনী জুটি এটি৷ টানা তিন ইনিংসে সেঞ্চুরিতেও তারা শ্রীলঙ্কার প্রথম, আর টেস্ট ইতিহাসের একাদশ৷

বাংলাদেশের একমাত্র উইকেট শিকারি বোলার অভিষিক্ত বাঁহাতি পেসার শরিফুল ইসলাম৷ দিনের সেরা বোলার সম্ভবত তাসকিন আহমেদ৷ প্রথমে গতি যথারীতি ভালো থাকলেও সতীর্থদের ব্যর্থতায় তার দিন কাটে উইকেটবিহীন৷

প্রথম সেশনে তার বলেই তিনটি সুযোগ আসে৷ কিন্তু শুরুতে বুঝে উঠতে একটু দেরি করায় বলের কাছে সময়মতো যেতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক৷ আর দুই বল পরই স্লিপে তুলনামূলক সহজ ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত৷ থিরিমান্নের শট গালি দিয়ে বল বাউন্ডারিতে বেরিয়ে গেলে মেহেদী হাসান মিরাজ ঝাঁপিয়েও পারেননি৷ 

বাংলাদেশের শুরুটা আশা জাগানিয়া ছিলো৷ তাসকিন, আবু জায়েদ চৌধুরি, শরিফুল বেশ কবারই বিপাকে ফেলেন দুই লঙ্কান ওপেনারকে৷

কিন্তু প্রথম বিরতির পর থেকেই দিশা হারায় বাংলাদেশের বোলিং, আলগা হয় লঙ্কানদের চাপ৷ দ্বিতীয় সেশনে আরও বেগবান হয় রানের স্রোত৷ এসময় বাংলাদেশের বোলিং-ফিল্ডিং, কিছুই ভালো হয়নি, কার্যকর হয়নি পেস-স্পিন এমন কি শরীরী ভাষাও ক্রমে পড়তে থাকে৷ আর এই সুযোগে আরামে এগোতে থাকেন করুনারত্নে ও থিরিমান্নে৷

লাঞ্চের আগে ২৭ ওভারে আসে ৬৬ রান আর লাঞ্চের পর ৩১ ওভারে ১২২! থিরিমান্নের ফিফটি আসে ১০২ বলে৷ ক্যারিয়ারের তৃতীয় ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরিতে পা রাখেন তিনি ২১২ বল খেলে৷  ৬৩ ওভার পেরিয়ে ভাঙে এই জুটি৷

বাংলাদেশের জন্য দিনের প্রথম সাফল্যই হয়ে থাকে শেষ সাফল্য৷

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯১/১ (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৩১*, ওশাদা ৪০*; আবু জায়েদ ১৬-৩-৪৭-০, তাসকিন ১৭-৩-৬৯-০, মিরাজ ২২-৪-৬৭-০, শরিফুল ১৬-৩-৫২-১,

তাইজুল ১৯-২-৫৬-০) ৷

এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ