আবার গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা গেল বিজেপি নেতাকে। বিজেপি বলছে, এটা তৃণমূলের কাজ।
বিজ্ঞাপন
নির্বাচনের দিন দুয়েক আগে বিজেপি নেতার মৃত্যু ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। দিনহাটার পশু হাসপাতালের সামনে ঝুলতে দেখা গেছে বিজেপি নেতা অমিত সরকারের দেহ। বিজেপি-র মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্তের অভিযোগ, তৃণমূল এই কাজ করেছে। ভোটে হারার ভয়ে তারা এই কাজ করেছে। বিজেপি আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বিজেপি-র পর্যবেক্ষক অমিত মালবীয়ও সোচ্চার হয়েছেন।
অতীতে গয়েশপুর, গোঘাট, পিংলা, তুফানগঞ্জে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছিল। তখনো তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি। এখন বিধানসভা ভোটের মুখে আবার এই ঘটনা ঘটল।
তৃণমূলের জেলা সভাপতি ও সাবেক সাংসদ পার্থপ্রতিম রায় বলেছেন, ''যে কোনো মৃত্যু দুঃখের। কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানি না। যে বিজেপি নেতা অভিযোগ করছেন, পুলিশ তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করুক।''
ঘটনা হলো, নির্বাচনের দিন ঘোষণার পর থেকে পুলিশ পুরোপুরি নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করে। ফলে এই ধরনের ঘটনা ঘটলে সে ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেয়ার ভার কমিশনের।
পশ্চিমবঙ্গে বিজেপির প্রচার-কৌশল
পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। সব দলের প্রচার তুঙ্গে। কেমনভাবে চলছে ও চলবে বিজেপি-র প্রচার?
ছবি: picture-alliance/Zuma/D. Chatterjee
প্রচারের মুখ
পশ্চিমবঙ্গে বিজেপি-র প্রচারের মুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত বিজেপি কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। মোদীকে সামনে রেখেই ভোটে লড়বে তারা। রাজ্যে জনসভা শুরু করে দিয়েছেন মোদী। পশ্চিমবঙ্গে আট পর্বের ভোটে বারবার তিনি আসবেন প্রচারে। তার ভরসাতেই ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি। হলদিয়ার জনসভায় মোদীর ছবি।
ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images
মোদীর ব্রিগেড-পরীক্ষা
বাম ও কংগ্রেসের জনসভায় ব্রিগেড ছিল ভর্তি। বহুদিন বাদে বামেদের জনসভায় কাতারে কাতারে মানুষ এসে ব্রিগেড ভরিয়েছিলেন। এবার পরীক্ষা মোদীর। আগামী ৭ মার্চ ব্রিগেডে জনসভা করবেন মোদী। তার আগে নেতারা জেলায় চলে গেছেন। সেখান থেকে মানুষকে ব্রিগেডে আনবেন। মোদীর জনপ্রিয়তা ও দলীয় সংগঠনের দক্ষতায় ব্রিগেড ভরাতে চাইছে বিজেপি।
ছবি: DW/P. Tewari
বেশি সভা অমিত শাহের
এখনো পর্যন্ত ঠিক আছে, কেন্দ্রীয় নেতাদের মধ্যে সব চেয়ে বেশি জনসভা করবেন অমিত শাহ। তিনি ইতিমধ্যেই ঘন ঘন পশ্চিমবঙ্গে আসছেন। কখনো বাউল, কখনো কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ করছেন। কর্মীসভা করেছেন। জনসভা এবং রোড শো-ও। পশ্চিমবঙ্গে দলকে ক্ষমতায় আনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অমিত শাহ।
ছবি: Payel Samanta/DW
বারবার নাড্ডাও
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডাও বারবার পশ্চিমবঙ্গে প্রচারে আসবেন। বিজেপি প্রচারকারীদের যে তালিকা তৈরি করেছে, তাতে নাড্ডা গুরুত্ব পাচ্ছেন।
ছবি: Prabhakarmani Tewari/DW
থাকছেন যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ প্রচার শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী চড়া সুরে হিন্দুত্বের প্রচারের জন্য সুবিদিত। কিছুদিন আগে বিহারে তিনি এই কাজটাই করেছিলেন। এবার পশ্চিমবঙ্গেও করবেন। ফলে পশ্চিমবঙ্গের ভোটেও বিজেপি-র চড়া সুরের প্রচার চলবে। মোদী এবং যোগী পশ্চিমবঙ্গে বিজেপি-র বড় ভরসা।
ছবি: Altaf Qadri/AP Photo/picture alliance
স্মৃতি ইরানি, রাজনাথরা থাকছেন
বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্মৃতি ইরানি খুবই ভালো বাংলা বলতে পারেন। তাঁর মা বাঙালি। তিনি বংলায় থেকেছেন। খুবই ভাল বক্তা। তাই তাঁকে দিয়ে প্রচুর জনসভা করাবে বিজেপি। রাজনাথও প্রচার করবেন। বিহার এবং ওড়িশা থেকেও নেতাদের নিয়ে আসা হবে। ছবিতে কলকাতায় শোভাবাজার রাজবাড়িতে সিস্টার নিবেদিতা স্মারক বক্তৃতা দেয়ার আগে স্মৃতি ইরানি।
ছবি: picture-alliance/Pacific Press Agency/S. Paul
দিলীপ ঘোষ চষে বেড়াবেন
রাজ্য নেতাদের মধ্যে সব চেয়ে বেশি জনসভা, রোড শো, বাড়ি গিয়ে প্রচার করবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সারা রাজ্য তিনি চষে বেড়াচ্ছেন এবং বেড়াবেন। তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারীকে প্রচারে গুরুত্ব দেবে বিজেপি। তাঁকে দিয়ে প্রচুর জনসভা করানো হবে।
ছবি: Imago Images/Pacific Press Agency/S. Paul
সর্বাত্মক প্রচার
পশ্চিমবঙ্গে বিজেপি-র প্রচার হবে সর্বাত্মক। কেন্দ্রীয় নেতারা বড় জনসভা করবেন। সেই সঙ্গে হবে ছোট পথসভা এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার। সঙ্গে থাকবে সামাজিক মাধ্যমে আক্রমণাত্মক প্রচার। যার দায়িত্বে আছেন বিজেপি-র কেন্দ্রীয় আইটি সেলের প্রধান অমিত মালবীয়। প্রতিটি জেলায় ঘুরবে এলইডি প্রচারযান। এভাবেই প্রচারে কোনো ফাঁক রাখছে না বিজেপি।
ছবি: Prabhakarmani Tewari/DW
8 ছবি1 | 8
পশ্চিমবঙ্গের ভোট এবার খুবই উত্তেজক। পরপর দুই বার ক্ষমতায় থাকার পর তৃতীয়বার জয়ের জন্য লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-ও পশ্চিমবঙ্গে জিততে মরিয়া। বাম-কংগ্রেস এই প্রথম জোট বেঁধে লড়ছে। সেই জোটে সামিল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। সেকারণেই সহিংসতার আশঙ্কা রয়েছে। ভোট কাছে আসতে দেখা যাচ্ছে সহিংসতা বাড়ছে। তবে ভোটে যাতে সহিংসতা না হয়, তার জন্য সচেষ্ট নির্বাচন কমিশন। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হচ্ছে।