বাংলাদেশের দিনাজপুরে অজ্ঞাত বন্দুকধারীরা এক সংখ্যালঘু সুফি আধ্যাত্মিক নেতাকে এবং তাঁর গৃহকর্মীকে হত্যা করেছে, জানিয়েছে পুলিশ ৷ মুসলিমপ্রধান দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে মুক্তমনা এবং সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে গেছে৷
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ জানিয়েছে, ৫৫ বছর বয়সি ফরহাদ হোসেন চৌধুরী এবং তাঁর তরুণী গৃহকর্মীকে গুলি করে এবং জবাই করে হত্যা করা হয়েছে৷ রাজধানী ঢাকা থেকে ২৫০ কিলোমিটার দূরে দিনাজপুরে তাদের বাড়িতে ঢুকে হত্যা করে দুর্বৃত্তরা৷
‘‘আমরা হত্যাকারীদের এখনো শনাক্ত করতে পারিনি'', বলেন স্থানীয় পুলিশ প্রধান আরজু মোহাম্মদ৷ তবে উগ্র ইসলামপন্থিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তিনি পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না৷
পীর চৌধুরীকে হত্যার দায় অবশ্য কোনো জঙ্গি গোষ্ঠী এখনো স্বীকার করেনি৷ তবে ১৬ কোটি মানুষের দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে নাস্তিক ব্লগার, অ্যাক্টিভিস্ট, অধ্যাপক এবং সংখ্যালঘুদের ধর্মীয় সম্প্রদায়ের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে৷ গতবছর পহেলা জুলাই ঢাকার গুলশানে একটি ক্যাফেতে উগ্র ইসলামপন্থিদের হামরায় প্রাণ হারান অন্তত ২২ ব্যক্তি, যাদের অধিকাংশই বিদেশি৷
বাংলাদেশে আবারো মুক্তমনাদের হত্যা শুরু
গতবছর চার ব্লগার এবং একজন সেক্যুলার প্রকাশককে হত্যার পর কিছু দিন বিরতি ছিল৷ কিন্তু চলতি বছর আবারো শুরু হয়েছে মুক্তমনাদের উপর আঘাত৷ চলতি মাসেই তাতে নিহত চারজন৷
ছবি: picture-alliance/dpa/S.Ramany
নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ড
গত ৮ এপ্রিল ঢাকায় খুন হন সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয় সদস্য নাজিমুদ্দিন সামাদ৷ গতবছর ব্লগারদের যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই সামাদকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয়৷ উগ্র ইসলামপন্থি গোষ্ঠী ‘আনসার আল ইসলাম’৷
ছবি: Facebook/Nazimuddin Samad
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খুন
গত ২৩ এপ্রিল রাজশাহীতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী৷ বাড়ি থেকে মাত্র কয়েকগজ দূরে বাসস্টান্ডে তাঁকে কুপিয়ে হত্যা করে মোটর সাইকেলে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত৷ তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: DW/A. Islam
রূপবানের সম্পাদক খুন
বাংলাদেশে সমকামীদের একমাত্র পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাস মান্নানকে হত্যা করা হয় তাঁর অ্যাপার্টমেন্টের মধ্যে প্রবেশ করে৷ কমপক্ষে ছয় দুর্বৃত্ত কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয় দিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে৷ আর তারপর হত্যাকাণ্ড ঘটায়৷
ছবি: picture-alliance/dpa/S.Ramany
সমকামী অ্যাক্টিভিস্ট মাহবুব তনয় খুন
সমকামী অ্যাক্টিভিস্ট এবং মঞ্চকর্মী মাহবুব তনয় ছিলেন মান্নানের বন্ধু৷ তাঁকেও ঐ একইসময়ে হত্যা করা হয়৷ জঙ্গি গোষ্ঠী ‘আনসার আল-ইসলাম’ দু’টি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানিয়েছে, বাংলাদেশে সমকামিতার প্রসারে ভূমিকা রাখায় তাঁদের খুন করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S.Ramany
4 ছবি1 | 4
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল-কায়দা এবং ইসলামিক স্টেট এ সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও বাংলাদেশ সরকার মনে করে স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলো এ ধরের হত্যাকাণ্ড ঘটাচ্ছে৷ আর গুলশান হামলার পর বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি পুলিশের অভিযানে প্রাণ হারিয়েছে৷
এদিকে, ক্ষমতাসীন দলের সঙ্গে একটি উগ্রপন্থি ইসলামি সংগঠনের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে৷ একসময় নাস্তিক ব্লগারদের ফাঁসি দাবি করা হেয়াজতে ইসলামের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্ক রাখার বিষয়টিকে ‘বিপজ্জনকা কৌশল' আখ্যা দিয়ে মানবাধিকার কর্মী সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘বর্তমান ক্ষমতাসীন দলের উচিত সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধ থাকা, কোনো উগ্রপন্থি ইসলামি দলের প্রতি নয়৷''
উগ্রপন্থি সংগঠনটির সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সম্পর্ককে ক্ষমতায় টিকে থাকতে এক ধরনের সমঝোতা বলে মনে করা কামাল বলেন, ‘‘(বর্তমান ক্ষমতাসীন দলটি) যেভাবে আওয়ামী মুসলিম লীগ থেকে ফিরে এসে আওয়ামী লীগ হয়েছিল, এখন যেন তারা আবার আওয়ামী মুসলিম লীগে পরিণত না হয় সেটাই প্রত্যাশা করছি৷''
এআই/ডিজি (রয়টার্স)
‘‘আল্লাহ’র নামে আর কোনো হত্যাকাণ্ড নয়’’
বাংলাদেশে মুক্তমনাদের উপর হামলা নিয়ে বার্লিনে মানববন্ধনে প্রদর্শন করা প্ল্যাকার্ডের ছিল বিশেষ কিছু বার্তা৷ চলুন সেগুলো দেখে নেয়া যাক৷
ছবি: DW/A. Islam
‘‘জাতিগত ও ধর্মীয় সহিংসতাকে ‘না’ বলুন’’
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জাতিগত ও ধর্মীয় সহিংসতার কারণে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ৷ তাই এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ৷ আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘‘ধর্মীয় সন্ত্রাসকে আপনার মুখ বন্ধ করতে দেবেন না৷’’
ছবি: DW/A. Islam
‘‘আল্লাহ’র নামে কোনো হত্যাকাণ্ড নয়’’
এই বার্তাটাও পরিষ্কার৷ ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় মৌলবাদীদের হামলার শিকার আহমেদুর রশীদ চৌধুরী (টুটুল) বলেছিলেন, ‘‘আল্লাহু আকবর’’ বলে তাঁকে কোপানো হয়েছিল৷ বার্লিনে মানববন্ধনে আরেকটি প্ল্যাকার্ডে আল্লাহ’র জায়গায় সৃষ্টিকর্তার কথা উল্লেখ করা হয়৷
ছবি: DW/A. Islam
‘‘ধর্মভিত্তিক সহিংসতা বন্ধ কর’’
ধর্মভিত্তিক সহিংসতা বন্ধের দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া এক প্রবাসী বাঙালি৷ ধর্মভিত্তিক রাজনীতিরও বিপক্ষে অবস্থান তাঁর৷
ছবি: DW/A. Islam
‘‘ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে সরব হোন’’
ধর্মের নামে যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছেন তাদের বিরুদ্দে সরব হওয়ার আহ্বান জানানো হয়েছে এই প্ল্যাকার্ডের মাধ্যমে৷ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলো সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে৷
ছবি: DW/A. Islam
বাংলা প্ল্যাকার্ড
বাংলা ভাষায় লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করা হয়েছে মানববন্ধনে৷
ছবি: DW/A. Islam
‘‘নাস্তিকতার জন্য মৃত্যু নয়’’
নাস্তিকতা কারো মৃত্যু বা কারাভোগের কারণ হতে পারে না, এমন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন একাধিক ব্যক্তি৷ মানবন্ধনে অংশ নেয়াদের সবাই নাস্তিক নন, তবে তাঁরা বাকস্বাধীনতায় বিশ্বাসী৷
ছবি: DW/A. Islam
‘‘শব্দ হত্যা করে না, মানুষ করে’’
গত ফেব্রুয়ারিতে ঢাকায় খুন হওয়া ব্লগার, লেখক অভিজিৎ রায়ের ছবির সঙ্গে এই বাক্যটি লেখা প্ল্যাকার্ডও ছিল বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের সামনে আয়োজিত মানববন্ধনে৷ চলতি বছর বাংলাদেশে খুন হয়েছেন চারজন ব্লগার এবং একজন প্রকাশক৷