1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ পরীক্ষা স্থগিত

২১ সেপ্টেম্বর ২০২২

প্রশ্ন নিয়ে ‘জটিলতা'র জেরে চলমান এসএসসি পরীক্ষার পরবর্তী চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড৷ স্থগিত হওয়া চারটি বিষয় হল- গণিত, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, রসায়ন৷

অন্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবেছবি: Mortuza Rashed /DW

শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে৷ অন্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে৷

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম বুধবার সকালে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘‘প্রশ্ন নিয়ে কিছু সমস্যা হয়েছে৷ আমরা এটি তদন্ত করে দেখব৷''

প্রশ্ন ফাঁসের কারণে এসব পরীক্ষা স্থগিত করা হল কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি বোর্ড চেয়ারম্যান৷ স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘একটি বিশেষ উদ্ভূত পরিস্থিতির কারণে চারটি বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ এ ব্যাপারে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে৷ মামলার কাগজপত্র এখনও আমার হাতে আসেনি৷ ফলে মামলায় কী বলা হয়েছে, সেটি আমি এখনি বলতে পারছি না৷ কাগজ হাতে পেলে কারণ জানাতে পারব৷''

এই চার বিষয়ের মধ্যে ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষি বিজ্ঞান এবং ২৬ সেপ্টেম্বর রসায়ন পরীক্ষা হওয়ার কথা ছিল৷ এর আগে কেন্দ্রে ভুল প্রশ্ন সরবরাহ করায় যশোর শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়, যা নেওয়া হবে আগামী ৩০ সেপ্টেম্বর৷

এপিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ