1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তসলিমা নাসরিনের ক্ষোভ প্রকাশ

১০ মে ২০১৮

দিনের আলোয় যৌন হয়রানির শিকার এক কিশোরী৷ এ পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ৷ ঘটনার পর ক্ষোভ এবং বিচারের দাবি জানাচ্ছেন অনেকেই৷ কেউ কেউ বলছেন, অপরাধীরা মানসিকভাবে অসুস্থ৷ তবে তসলিমা নাসরিন তাঁদের সঙ্গে একমত নন৷

ফাইল ফটোছবি: Reuters

ভারতে যৌন হয়রানি এবং ধর্ষণের ঘটনা প্রায় নিয়মিতই আসে খবরের শিরোনামে৷ এবারের ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদে৷ এক বন্ধুর সঙ্গে সেই জায়গায় গিয়েছিল মেয়েটি৷ বন্ধুর ওপর আস্থা রাখাই ভুল হয়েছে৷ দিনে-দুপুরে প্রকাশ্যে যৌন হয়রানির শিকার হয়েছে সেই কিশোরী৷ তথাকথিত সেই বন্ধুও সোল্লাসে অংশ নিয়েছে যৌনহয়রানিতে!  

মেয়েটি যখন কেঁদে, চিৎকার করে থামতে বলছিল, অন্যদের সাহায্য চাইছিল, কয়েকজন দূরে দাঁড়িয়ে তা দেখছিল আর পুরো ঘটনার ভিডিও করছিল৷ সেই ভিডিও ছেড়ে দেয়া হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ মুহূর্তেই ভিডিও ভাইরাল৷ প্রতিবাদের ঝড় ওঠে৷ দোষীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে বিচারের আওতায় নেয়ার দাবি তোলেন অনেকে৷ কেউ কেউ যৌন হয়রানিতে অংশ নেয়া ব্যক্তিদের ধিক্কার জানাতে গিয়ে বলেন, ‘‘এরা মানসিকভাবে অসুস্থ৷''

তবে তসলিমা নাসরিন তাঁদের সঙ্গে একমত নন৷ তাই টুইটারে তিনি লিখেছেন, ‘‘ওরা মানুষ৷ মানুষ হয়েই ওরা আরেক মানুষের বিরুদ্ধে যৌনসন্ত্রাস চালায়৷ তাদের কোনো মানসিক অসুস্থতা নেই৷ শারীরিক এবং মানসিকভাবে তারা বেশ সুস্বাস্থ্যের অধিকারী৷ আমাদের এই সম্পদগুলোর জন্য এটা আসলে এক ধরনের খেলা৷''

যৌন হয়রানিতে অংশ নেয়া ছেলেদের ‘সম্পদ' হিসেবে উল্লেখ করেছেন তসলিমা নাসরিন৷ এর কারণ হিসেবে লিখেছেন, ‘‘ছেলেরা তো সম্পদাই, আর মেয়েরা বোঝা!''

এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ৷ পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে আটজনই কিশোর৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ