1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লিতে গণধর্ষণের ঘটনায় সংসদের ভেতরে, বাইরে ধিক্কার

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৮ ডিসেম্বর ২০১২

দিল্লির চলন্ত বাসে এক তরুণীর গণধর্ষণের ঘটনা রুখতে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করে মঙ্গলবার সংসদের ভেতরে দলমত নির্বিশেষে সাংসদরা অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি জানান৷ ঘটনার ধিক্কার জানায় সুশীল সমাজও৷

ছবি: picture alliance / Photoshot

রবিবার রাতে দিল্লির একটি চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ এদের মধ্যে আছে বাসের ড্রাইভার ও তার ভাই৷ বাসটিও উদ্ধার করেছে পুলিশ৷ বাসটি দিল্লির বিভিন্ন স্কুলে ভাড়া খাটতো৷ জানা গেছে, তরুণীকে লোহার রড দিয়ে মেরে রাস্তায় ফেলে দেয়া হয়৷ তরুণীকে বাঁচাতে যাওয়ায় তাঁর বন্ধুটিকেও লোহার রড দিয়ে মারা হয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে ঐ তরুণীর অবস্থা এখনও সংকটজনক৷

এই ঘটনায় মঙ্গলবার সংসদে দলমত নির্বিশেষে সাংসদরা রাজধানী দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিন্দা করে অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত কড়া শাস্তি দেবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নির্দিষ্ট আশ্বাস দাবি করেন, যাতে ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয়৷ তাঁরা বলেন, দিল্লিতে যে হারে গণধর্ষণের ঘটনা বাড়ছে, তাতে পুলিশ প্রশাসনের অকর্মন্যতাই প্রমাণ করে৷

স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরণের ঘটনা রোধে একটি ‘টাস্কফোর্স' গঠনের কথা বলেন৷ যৌন অপরাধের শাস্তি যাতে আরো কঠোর করা হয়, তার জন্য সংশ্লিষ্ট ফৌজদারি আইন সংশোধনের কথাও উল্লেখ করেন তিনি৷

ধর্ষণ – এক জঘণ্য অপরাধ!ছবি: irani

নাগরিক সমাজ এই ঘটনায় সোচ্চার৷ পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ধর্ষণকারীর ফাঁসি হওয়া উচিত৷ আমাদের দেশে ফাঁসি তো উঠে যায়নি৷ বিরলতম বিরল ক্ষেত্রে ফাঁসি আছে৷ আর শুধু ফাঁসি নয়, এই ধরণের অপরাধে প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত', বলেন তিনি৷

কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ঘটনার উল্লেখ করে তিনি বললেন, ‘‘ধর্ষণকারীরা নেক্রোফেলিয়া নামে এক ভয়ঙ্কর মানসিক রোগী৷'' এছাড়া, ‘‘আইনে যে সব ধারা আছে সেগুলিকে যথার্থ কার্যকর করে তুলতে হবে৷ ধর্ষণের অভিযোগ ধর্ষিতা মহিলাকে নানা রকম চাপ দিয়ে যেন তুলে নেয়া না হয়৷ আইনের জায়গাগুলোকে আরো বেশি করে তুলে ধরতে হবে৷''

নিজেকে বাঁচাতে মহিলাদের সাবধানতার বিষয়ে মহিলা কমিশনের প্রধান জানান, ‘‘কেন একজন মহিলা রাত হলেই বাইরে বের হতে পারবে না? সমাজ কী তাহলে একটা জঙ্গল? এ বিষয়ে মহিলাদের চেয়ে পুরুষদের বেশি সোচ্চার হওয়া দরকার৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ