দিল্লিতে জি২০ শীর্ষসম্মেলন শেষ হলো। প্রধানমন্ত্রী মোদী এর সভাপতিত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে।
বিজ্ঞাপন
তবে মোদী জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত ভারতই জি২০-র সভাপতি থাকবে। তখন একটা ভার্চুয়াল শীর্ষবৈঠক করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তা গৃহীত হয়েছে। সেই বৈঠকে আলোচনার হবে এই শীর্ষসম্মেলনের পর্যালোচনা করা হবে।
ফলে জি২০-র সভাপতি দেশ হিসাবে ভারত আরো একটি ভার্চুয়াল শীর্ষবৈঠক করবে।
নতুন সভাপতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেছেন, ''আমরা এখনও এমন একটা সময়ে বাস করি, যেখানে লাখ লাখ মানুষ ক্ষুধার্ত থাকে। যেখানে স্থায়ী উন্নয়নকে বিপদের মুখে পড়তে হয়। তবে আমরা এই সব সমস্যার মোকাবিলা করতে পারব, যদি আমরা অনৈক্য দূর করতে পারি। আয়, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, খাদ্য, লিঙ্গ, ও জাতিগত অনৈক্য দূর করতে হবে।''
আর মোদী বলেছেন, আফ্রিকান ইউনিয়নের জি২০ সদস্য হওয়াটা খুবই বড় ব্যাপার।
জি-২০ সম্মেলন: আলোয় সেজেছে দিল্লি
জি-২০ উপলক্ষে দিল্লির সমস্ত রাস্তাঘাট আলোয় সাজানো হয়েছে। রঙে ঢেকে গেছে ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন।
ছবি: Hindustan Times/IMAGO
ইন্ডিয়া গেট
সারা বছরই ইন্ডিয়া গেটে বাহারি আলো থাকে। তবে জি-২০ উপলক্ষে আলোর ঝরনায় স্নান করেছে ইন্ডিয়া গেট। গোটা চত্বর বাহারি আলোয় ঢেকে ফেলা হয়েছে।
ছবি: Hindustan Times/IMAGO
ভারত মণ্ডপম
দিল্লির প্রগতি ময়দান অঞ্চলে তৈরি হয়েছে 'ভারত মণ্ডপম'। এখানেই হবে জি-২০ সম্মেলনের সমাবেশ। দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানেরা এখানেই আলোচনায় বসবেন। সেই কনভেনশন সেন্টারও আলোয় সাজানো হয়েছে। সামনে রাখা হয়েছে নটরাজের বিরাট মূর্তি।
ছবি: Amit Dave/REUTERS
দিল্লির আকাশ
দূর থেকে তোলা ভারত মণ্ডপমের ছবি। কনভেনশন সেন্টারের উপর থেকে আকাশেও আলোক বর্ণালি তৈরি করা হয়েছে। জি-২০ দেশগুলির পতাকা লাগানো হয়েছে সামনে।
ছবি: Hindustan Times/IMAGO
দিল্লির রাস্তা
প্রগতি ময়দান যাওয়ার পথে এভাবেই সাজানো হয়েছে রাস্তা। সর্বত্র জি-২০ সম্মেলনের কাটআউট তৈরি করা হয়েছে। তার উপর লাগানো হয়েছে আলো। রাস্তার দুই ধার সাজানো হয়েছে ফুলের টব দিয়ে।
ছবি: Hindustan Times/IMAGO
হোটেলের আলো
দিল্লির বিখ্যাত সাংগ্রি লা হোটেল। এখানেই থাকবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। হোটেলের বাইরে এভাবেই জি-২০ সম্মেলনের কাটআউট লাগানো হয়েছে।
ছবি: Hindustan Times/IMAGO
বহুতলের আলো
জি-২০ উপলক্ষে এভাবেই বহুতল ভবন আলোয় রাঙানো হয়েছে। ভারতের জাতীয় পতাকার রঙে আলোকিত করা হয়েছে এই বহুতল। রাস্তার উল্টোদিকেও আলো লাগানো হয়েছে।
ছবি: Sajjad Hussain/AFP
কোস্ট গার্ডের সদর দপ্তর
দিল্লির প্রশাসনিক ভবনগুলি অধিকাংশই এই অঞ্চলে অবস্থিত। কোস্টগার্ডের সদর দপ্তরের সামনে এই মডেলটি বরাবরই রাখা থাকে। জি-২০ উপলক্ষে তা বিশেষ আলোয় সাজানো হয়েছে।
ছবি: Hindustan Times/IMAGO
7 ছবি1 | 7
মোদী জানিয়েছেন, ''জাতিসংঘের মতো সংগঠনগুলিকে সময়ের বাস্তবতা মেনে নিয়ে বদল করতে হবে। যারা সময়ের সঙ্গে বদলায় না, তাদের প্রাসঙ্গিকতা শেষ হয়ে যায়।''
লাভরভ যা বলেছেন
জি২০ শীর্ষসম্মেলনের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেছেন, তিনি খুশি, এই সম্মলেন ইউক্রেন-কেন্দ্রিক হয়নি। তিনি বলেছেন, ভারত যেভাবে জি২০-র সভাপতি হিসাবে কাজ করেছে, তাতেও রাশিয়া খুশি। এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের মন্ত্র রাশিয়াও এগিয়ে নিয়ে যাবে।
মোদী-মাক্রোঁ কথা
ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা-সহযোগিতা নিয়ে আলোচনা হয়।