1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লিতে পছন্দের হোটেল পেল না ভারতীয় ক্রিকেট দল

১৭ ফেব্রুয়ারি ২০২৩

একে বিয়ের মরশুম, তার উপর জি২০ সম্মেলন, তাই দিল্লিতে পছন্দের হোটেলে উঠতে পারল না ভারতীয় ক্রিকেট দল।

ছবি: PUNIT PARANJPE/AFP

দিল্লিতে ম্যাচ থাকলে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ওঠেন  তাজ প্যালেস বা আইটিসি মৌর্ষতে। কিন্তু এবার এই দুই হোটেলের কোনোটিতেই জায়গা নেই। জায়গা নেই দিল্লির অনেক হোটেলেই। তাই তাদের করকরদুমায় লীলা হোটেলে উঠতে হয়েছে।

আসলে একসঙ্গে অতগুলি ঘর দিতে পারেনি বেশিরভাগ হোটেলই। তাই টিম ইন্ডিয়াকে মধ্য দিল্লির বিলাসবহুল হোটেল ছেড়ে দিয়ে করকরদুমায় যেতে হয়েছে।

সংবাদসংস্থা এএনআই-কে বোর্ডের এক কর্তা বলেছেন, এবার ক্রিকেটারদের হোটেল বদল করতে হয়েছে। শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ঠিক এই সময়েই দিল্লিতে প্রচুর বিয়ে হচ্ছে। অনেকে ওই বিলাসবহুল হোটেল ভাড়া নিয়েছেন। তাছাড়া জি২০ মিটিং.য়ের চাপ আছে। তাই করকরদুমার হোটেলে বন্দোবস্ত করা হয়েছে।

হোটেল নয়, গুরুগ্রামে পরিবারের সঙ্গে থাকছেন বিরাট কোহলি।ছবি: Surjeet Yadav/AFP

বিরাট হোটেলে থাকবেন না

সাবেক অধিনায়ক ও দলের অন্যতম প্রধান ক্রিকেটার বিরাট কোহলি এবার টিম হোটেলে থাকছেন না। সূত্র জানাচ্ছে, তিনি গুরুগ্রামে তার পরিবারের সঙ্গে থাকবেন। তিনি পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান বলেই এই সিদ্ধান্ত।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্র্যাকটিস করার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কোহলি। আরেকটি ভিডিও এরপর সামাজিক মাধ্যমে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কোহলি প্র্যাকটিস ছেড়ে বিলাসবহুল গাড়িতে স্টেডিয়াম ছাড়ছেন। ডিডাব্লিউ অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

শুক্রবার সকাল থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারত। সেখানে কোহলি অবশ্য বেশি রান পাননি।  তিনি ২৬ বলে ১২ রান করেছিলেন। ঘরের মাঠে কোহলি রান পান কি না, সেটাই দেখার।

জিএইচ/এসজি(এএনআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ