দিল্লিতে পুলিশের সঙ্গে এনকাউন্টার, দুষ্কৃতী আহত
২৯ এপ্রিল ২০২২
বিজ্ঞাপন
অলকনন্দার ওই এলাকা চিত্তরঞ্জন পার্ক থানার অধীনে। পুলিশ সূত্র জানাচ্ছে, সেখানে একদল দুষ্কৃতী ডাকাতি করতে আসবে বলে তাদের কাছে খবর ছিল। তাই তারা সেই দুষ্কৃতীদের টার্গেট করেছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা সেখানে আসে।
সূত্র জানাচ্ছে, দুষ্কৃতীরা পুলিশের দিকে গুলি চালায়। পুলিশ তখন পাল্টা গুলি চালায়। একজন দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। তাকে পুলিশ ধরতে সক্ষম হয়। সেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। একজন পুলিশ কর্মীর সামান্য আঘাত লেগেছে। দলটিতে চার-পাঁচজন দুষ্কৃতী ছিল বলে সূত্র জানাচ্ছে। বাকিরা পালায়। তাদের খোঁজ করছে পুলিশ।
জিএইচ/এসজি (পিটিআই)