মার্চের শেষ। এর মধ্যেই দিল্লিতে তাপমাত্রা উঠে গেল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। বছরের উষ্ণতম দিন ছিল সোমবার।
বিজ্ঞাপন
গরমের সবে শুরু। তাতেই দিল্লির তাপমাত্রা ৪০ ছাড়িয়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেল। বছরের এই সময়ে এতটা উষ্ণ থাকে না রাজধানী শহর। কিন্তু উষ্ণায়নের প্রভাবে কিছুদিন হলো আবহাওয়া আর আগের মতো নিয়ম মেনে চলছে না।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দিল্লির নারেলাতে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেশি। বাকি দিল্লিতে তাপমাত্রা ছিল মূলত ৪১ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। ন্যূনতম তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম ছিল। ফলে শুকনো গরমে দিল্লিবাসীর অবস্থা এখন থেকেই খারাপ হতে শুরু করেছে। আবহাওয়া অফিসের মতে, আরো কয়েকদিন এরকম আবহাওয়া চলবে।
বিশ্বজুড়েই রেকর্ড তাপমাত্রা
ক্যানাডা, ভারত থেকে শুরু করে উত্তরে ফিনল্যান্ড কিংবা দক্ষিণে নিউজিল্যান্ড কোথাও রেহাই নেই। সবখানেই তাপমাত্রার উর্ধ্বগতি। সব মিলিয়ে বিশ্বজুড়ে রেকর্ড ছাড়িয়ে গেছে বিভিন্ন দেশের তাপমাত্রা।
ছবি: BC Wildfire Service/AFP
ক্যানাডার লিট্টন
ক্যানাডার দক্ষিাণাঞ্চলের ছোট্ট বসতি লিটনে গত ২ জুলাই তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। এর কয়েকদিন পর এলাকাটিতে আগুন লাগলে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে বাসিন্দারা।
ছবি: BC Wildfire Service/AFP
ফিনল্যান্ডের লাপলান্ড
উত্তর মেরুর দেশ ফিনল্যান্ডে সারা বছর জুড়েই শীতের আবহ থাকত। তবে এ বছর দেশটির লাপলান্ডের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ দশমিক ছয় ডিগ্রি পর্যন্ত উঠেছে। ১৯১৪ সালের পর এই প্রথম গ্রীষ্মকালে এত গরম পড়ল উত্তরের এ দেশটিতে।
ছবি: Otto Ponto/Lehtikuva/AFP/Getty Images
ভারতের নতুন দিল্লি
বরাবরের মতো চলতি গ্রীষ্মেও উচ্চ তাপমাত্রা ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বছর দেশটির রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
ছবি: Adnan Abidi/REUTERS
উষ্ণ শীত নিউজিল্যান্ডে
চলতি বছর দক্ষিণ মেরুতে শীতকালেও নাকি তাপমাত্রা অনেক বেশি ছিল। সাধারণত জুন-জুলাই মাসে তীব্র শীত থাকা নিউজ্যাল্যান্ডে গত জুন মাসে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এটি ছিল গত একশ ১০ বছরে দেশটির উষ্ণতম শীতকাল।
ছবি: kavram/Zoonar/picture alliance
মেক্সিকো
উত্তর অ্যামেরিকার এ দেশটিতে গত জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড মাত্রার এ উষ্ণতার কারণে দেশটি ভয়াবহ রকমের খরায় ভুগছে।
ছবি: Fernando Llano/AP/dpa/picture alliance
লিবিয়া
উত্তর আফ্রিকার এ দেশটির পশ্চিমের এলাকাগুলোতে চলতি বছরের জুন মাসের তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় দশ ডিগ্রী বেশি বলে জানা গেছে। রাজধানী ত্রিপলিতে এ বছর তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪৩ ডিগ্রী সেলসিয়াস। আর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর গাদামেসের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস।
ছবি: DW/Valerie Stocker
6 ছবি1 | 6
কেন এত গরম?
আবহাওয়া অফিসের মতে, মার্চে এবার বৃষ্টি হয়নি। সাধারণত, মার্চে বৃষ্টি বা ঝড় হলে আবহাওয়া ঠান্ডা থাকে। সেটা না হওয়ায় গরম এত বেড়ে গেছে।
তবে দিল্লির আবহাওয়া নিশ্চিতভাবেই আগের তুলনায় বদলে যাচ্ছে। এবার দীর্ঘদিন ধরে প্রবল শীত সহ্য করতে হয়েছে দিল্লিবাসীকে। আবার মার্চেই ৪২ ডিগ্রি গরমের ধাক্কা সামলাতে হচ্ছে। আবহাওয়া অফিস বলেছে, তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে এখনই নামছে না।