1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তদন্তে ক্রাইম ব্রাঞ্চ

৯ ডিসেম্বর ২০১৯

দিল্লির আগুন নিয়ে তদন্তে নেমে পড়ল ক্রাইম ব্রাঞ্চ ৷ ঘটনাস্থলে এ দিন ক্রাইম ব্রাঞ্চ ছাড়াও যান ফরেনসিক অফিসাররা ৷ এ দিনও ঘটনাস্থলে উত্তেজনা ছিল ৷

ছবি: Reuters/A. Abidi

দিল্লির ভয়াবহে আগুনে ৪৩ জন মারা যাওয়ার পর দু-জনকে গ্রেফতার করল পুলিশ । যে বাড়িতে আগুন লেগেছিল তার এক মালিক রেহান এবং বেআইনিভাবে যে কারখানা চলছিল,তার ম্যানেজার ফুরকানকে গ্রেফতার করা হয়েছে। এ দিন ঘটনাস্থলে যান ক্রাইম ব্রাঞ্চের কর্মীরা। এই ঘটনার তদন্তের ভার ক্রাইম ব্রাঞ্চের হাতেই দেওয়া হয়েছে। সোমবার ফরেনসিক বিশেষজ্ঞরাও সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। মৃতদের পোস্ট মর্টেম বা ময়না তদন্ত করা হয়েছে। ইতিমধ্যে দিল্লি সরকার মৃতদের পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। বিহার সরকার দেবে দু লাখ টাকা। বিজেপি পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। ঘটনাস্থলে এ দিন পুরসভার কর্মীরাও গিয়েছিলেন। চাঁদনি চক সহ পুরনো দিল্লিকে আগেই বিশেষ এলাকার মর্যাদা দিয়েছে সরকার। সেখানে এখন যে চালু কারখানাগুলি আছে, তার ভবিষ্যৎ কী হবে, তার কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

জিএইচ/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ