দিল্লির ইসরায়েল দূতাবাসের সামনে থেকে চিঠি উদ্ধার
২৭ ডিসেম্বর ২০২৩মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ দিল্লির ইসরায়েল দূতাবাসের সামনে একটি মৃদু বিস্ফোরণ হয়। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের ঘটনাও ঘটেনি। দিল্লিপুলিশের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই তারা ইসরায়েল দূতাবাসের কাছ থেকে খবর পায়। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড-সহ পুলিশের বিরাট দল পৌঁছায়।
গোটা এলাকা ঘিরে দিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তখনই ঘটনাস্থল থেকে একটি পতাকা জড়ানো চিঠি উদ্ধার হয়। চিঠিটি ইসরায়েলের রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লেখা। তবে চিঠিতে কী লেখা আছে, কোন দেশের পতাকায় তা জড়ানো ছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। চিঠি এবং পতাকা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর ইসরায়েলি দূতাবাসের তরফ থেকে একটি ভিডিওবার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ঘটনায় তাদের কোনো কর্মীর কোনো ক্ষতি হয়নি। তবে বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে দেখছেন। দিল্লিতে থাকা দেশের নাগরিকদেরও সতর্ক করা হয়েছে। বস্তুত, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি বার্তাও প্রচার করা হয়েছে। যেখানে দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে।
এর আগে ২০২১ সালে এমনই একটি মৃদু বিস্ফোরণের ঘটনা ঘটেছিল দিল্লির ইসরায়েল দূতাবাসের কাছে। সে সময় প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা বলেই বিষয়টিকে ব্যাখ্যা করেছিল ইসরায়েলের দূতাবাস। এবার অবশ্য তেমন কোনো কথা বলা হয়নি।
দিল্লি পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, দূতাবাসের পাশে একটি ফাঁকা জমিতে এদিন বিস্ফোরণটি হয়েছে। এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভির ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে।
এসজি/জিএইচ (পিটিআই, রয়টার্স)