1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

১৭ সেপ্টেম্বর ২০২৪

দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি।

গাড়ির দরজা খুলে বের হচ্ছেন আতিশি।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি। ছবি: Imago/Hindustan Times/S. Mehta

মঙ্গলবার সকালেই কেজরিওয়ালের বাসভবনে আম আদমি পার্টি  (আপ) বিধায়কদের বৈঠক হয়। সেখানেই ঠিক হয়, আতিশি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। সেইমতো কেজরিওয়াল বিকেল পাঁচটা নাগাদ লেফটেন্যান্ট গভর্নর (এলজি), অর্থাৎ, উপ রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে গিয়ে ইস্তফা দেন। আপ বিধায়কদলের সিদ্ধান্তের কথাও এলজি-কে জানান তিনি।

সুষমা স্বরাজ ও শীলা দীক্ষিতের পর আতিশি দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী হবেন।

দিল্লির সাবেক উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে সিবিআই আবগারি লাইসেন্স কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করার পর আতিশিকে মন্ত্রী করেছিলেন কেজরিওয়াল। আতিশি তারপর গুরুত্বপূর্ণ শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছেন। কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর আতিশি ও সৌরভ ভরদ্বাজই সরকারের কাজকর্ম মূলত চালাচ্ছিলেন।

কেজরিওয়াল জামিন পাওয়ার পর ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। দিল্লির মানুষ যদি তাকে জিতিয়ে আনেন, তাহলেই একমাত্র তিনি মুখ্যমন্ত্রীর পদে বসবেন। 

এই অবস্থায় কেজরিওয়ালের সামনে কয়েকটি নাম ছিল। আতিশিকে বাদ দিলে সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাশ গেহলটকে মুখ্যমন্ত্রী করতে পারতেন কেজরিওয়াল। কিন্তু তিনি আতিশিকেই বেছে নিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা ভোট হওয়ার কথা। 

কেন আতিশিকে বাছলেন কেজরিওয়াল?

আপ আশা করছে, কেজরিওয়ালকেই ভোটে জিতিয়ে মানুষ আবার দিল্লির মুখ্যমন্ত্রী করবেন। তার আগ পর্যন্ত আতিশি মুখ্যমন্ত্রী থাকবেন।

আপ নেতারা বলেছেন, কেজরিওয়ালকে কেন্দ্র করেই তাদের রাজনীতি আবর্তিত হবে। সেখানে কোনো পরিবর্তন হবে না।

আপ নেতা অনুপ ঠাকুর ডিডাব্লিউকে বলেছেন, ''বর্তমান পরিস্থিতিতে আতিশিই সেরা পছন্দ। তিনি উচ্চশিক্ষিত। সিসোদিয়ার পর শিক্ষা দপ্তর খুব ভালোভাবে চালিয়েছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে। সবচেয়ে বডজ় কথা তিনি নারী। দিল্লিতে নারী মুখ্যমন্ত্রীদের একটা ধারা আছে। আর দিল্লির নারীদের একটা বড় অংশ আম আদমি পার্টির সমর্থক।''

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডাব্লিউকে বলেছেন, ''কেজরিওয়ালকে আতিশি গুরু বলে মানেন। ভোটের পর আপ জিতলে কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদে বসতে কোনো অসুবিধা হবে না। আর মাত্র চার মাস পরে ভোট হবে। এই সময়টুকুতে প্রচার ও ভাবমূর্তি উজ্জ্বল করার কাজে কেজরিওয়াল ব্যস্ত থাকবেন।''

শরদ মনে করেন, ''জেলে থাকার পরেও কেজরিওয়াল কেন তিনি ইস্তফা দিচ্ছেন না, সেই প্রশ্ন দিল্লির মানুষের মনে ছিল। সেখানে  নিজে ইস্তফা দিয়ে এবং আতিশিকে মুখ্যমন্ত্রী করে দিল্লির মানুষের সহানুভূতি আদায় করতে চাইবেন।''

আতিশি কী বললেন?

আতিশি বলেছেন, ''দিল্লির মানুষ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী করতে চান। কারণ, তারা জানেন, কেজরিওয়াল মুখ্যমন্ত্রী না হলে বিনা পয়সায় বিদ্যুৎ পাওয়া যাবে না, মেয়েরা বিনা পয়সায় বাস যাত্রা করতে পারবেন না, সরকারি স্কুলের উন্নতি হবে না, মহল্লা ক্লিনিকে চিকিৎসা পাওয়া যাবে না।''

তিনি বলেছেন, ''আমি মুখ্যমন্ত্রী হিসাবে এটুকুই দেখব, বিজেপি যাতে ষড়যন্ত্র করে বিনা পয়সায় বিদ্যুৎ, জল, সরকারি স্কুলের উন্নতি, মহল্লা ক্লিনিক, সরকারি বাসে নারীদের বিনা পয়সায় যাত্রা বন্ধ না করতে  পারে।''

জিএইচ/এসিবি (পিটিআইউ, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ