1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির বাসে এক মাঝবয়সির অশ্লীল আচরণ

১৪ ফেব্রুয়ারি ২০১৮

দিল্লিতে একটি বাসে এক ছাত্রীর পাশে বসে অশ্লীল যৌন আচরণ করলেন মাঝবয়সি এক ব্যক্তি৷ ঘটনাটি মোবাইলে তুলে সোশ্যাল নেটওয়ার্কে দিয়েছেন ওই ছাত্রী৷ পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন৷

Bildergalerie Städte mit größter Gefahr für Frauen in öffentlichen Verkehrsmitteln Rang 3 Lima
ছবি: Reuters/Enrique Castro-Mendivil

ভিডিওটি করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী৷ অভিযোগ, বাসে যাওয়ার সময় এক সহযাত্রী পাশে বসেই  অশ্লীল আচরণ করেন৷ কী করেছেন ভিডিও দেখলেই বোঝা যাবে৷ জনসমক্ষে এ ধরনের আচরণ করা অপরাধ৷ অথচ নির্বিকারে ঘটনাটি ঘটিয়েছেন তিনি৷ আরো আশ্চর্যের, বাসের অন্য যাত্রীরা ছাত্রীর পাশে বসে ওই ব্যক্তির আচরণ দেখেও প্রতিবাদ করেননি৷

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী জানিয়েছেন, ঘটনাটি দেখার পর তিনি প্রথমে ভয় পেয়ে যান৷ তারপর গোটা ঘটনাটির ভিডিও করে রাখেন৷ এরপর থানায় গিয়ে অভিযোগ জানালেও প্রথমে তাঁর অভিযোগ গ্রহণ করতে চায়নি পুলিশ৷ প্রায় ছ'ঘণ্টা থানায় বসে থাকার পর তাঁর অভিযোগ গ্রহণ করা হয়৷

ওই ছাত্রীর করা ভিডিও'টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়৷ অনেকেই তাঁর পাশে দাঁড়ানোর কথা জানান৷ সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে তোলপাড় শুরু করে৷

এসজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ