1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির মাঠ কাঁপাতে আসছে বায়ার্ন

৫ জানুয়ারি ২০১২

আর মাত্র ক'টা দিন বাকি৷ ভারতের রাজধানী নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দেখা যাবে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের৷ আগামী ১০ই জানুয়ারি তারা খেলবে ভারতের জাতীয় দলের বিরুদ্ধে৷

মারি্ও গোমেস’এর মতো তারকাদের দেখার সৌভাগ্য হবে ভারতের দর্শকদেরছবি: dapd

বায়ার্ন এর আগেও ভারতে খেলেছে, কিন্তু পুরো শক্তি নিয়ে কখনোই তারা আসে নি৷ ছিলেন না বিশ্ববিখ্যাত তারকারা৷ এবার দিল্লির মাঠে দেখা যাবে রিবেরি, রবেন, শোয়াইনস্টাইগারের মতো নামী খেলোয়াড়দের৷ এই প্রদর্শনী ম্যাচ ভারতের তারকা খেলোয়াড় বাইচুং ভুটিয়ার শেষ ম্যাচ৷ তাঁর এই বিদায়ী ম্যাচ থেকে যা আয় হবে, তা ব্যয় করা হবে বাইচুং'এরই রাজ্য সিকিমের ভূমিকম্প বিধ্বস্ত এলাকার পুনর্গঠনের কাজে৷

বায়ার্ন দল ভারত সফরের আগে আপাতত কাতার'এ অনুশীলনে ব্যস্ত৷ সোমবারই তারা দোহায় পৌঁছে গেছে৷ মনে রাখতে হবে, কাতার আগামী ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেয়েছে৷ তবে এর মধ্যেই পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে৷ কাতারের ‘অ্যাসপায়ার অ্যাকাডেমি'র সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ বায়ার্ন দল সেখানে এক সপ্তাহের অনুশীলন করছে৷ আগামী ৭ই জানুয়ারি মিশরের আল আহলি ক্লাবের বিরুদ্ধে তারা এক প্রদর্শনী ম্যাচ খেলবে৷ শুধু বায়ার্ন নয়, ফ্রান্সের এফ সি প্যারিস সাঁ জ্যার্ম্যাঁ ও জার্মানির শালকে দলও এখন দোহায় রয়েছে৷

মাঠে ফ্রাঙ্ক রিবেরিছবি: dapd

জার্মানির গাড়ি নির্মাতা ‘আউডি' দিল্লির ম্যাচের আয়োজক৷ অনুষ্ঠানের পোশাকি নাম ‘আউডি ফুটবল সামিট'৷ ১০ই জানুয়ারির এই ম্যাচের মাধ্যমে ভারতে নিজেদের পরিচিতি আরও জোরালো করতে চায় আউডি৷ বায়ার্ন'এরও এতে লাভের সম্ভাবনা কম নয়৷ ভারতের বাজারে বুন্ডেসলিগা'কে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই ম্যাচ অবদান রাখবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচার ও তা দেখার জন্য যথেষ্ট দর্শক পেলেই বায়ার্ন'এর পোয়াবারো৷ ভারতের মতো ক্রিকেট-পাগল দেশে ফুটবল'কে আরও বেশি জায়গা করে দেওয়ার ক্ষেত্রেও এই ধরণের সফর কাজে লাগতে পারে বলে ফুটবল পর্যবেক্ষকেরা মনে করছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ