1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

২১ মার্চ ২০২৪

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো ইডি। শুক্রবার এই গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তিনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো ইডি। ছবি: Narinder Nanu/AFP/Getty Images

বৃহস্পতিবার সন্ধ্যায় ইডির একটি দল কেজরিওয়ালকে জেরা করার জন্য তার বাসভবনে পৌঁছায়। তারা তিনটি সেল ফোন ও দুইটি আই প্যাড বাজেয়াপ্ত করে। তারপর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়।

তার আগে কেজরিওয়াল এই গ্রেপ্তারির বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু হাইকোর্ট সেই স্থগিতাদেশ দেয়নি। এরপরই ইডি আবগারি কেলেঙ্কারির সঙ্গে জড়িত অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে।

 কেজরিওয়ালের গ্রেপ্তারের খবর পেয়ে আম আদমি পার্টির সদস্যরা দিল্লির রাস্তায় নেমে পড়েন প্রতিবাদ দেখাতে। কেজরিওয়ালের বাড়ির সামনে প্রচুর আপ কর্মী জড়ো হন। ছিলেন আপ নেতা ও মন্ত্রীরাও। কেজরিওয়ালের বাড়ির সামনে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়। যত সময় যায়, ততই তাদের সংখ্যা বাড়ে।

দিল্লির মন্ত্রী অতিশি জানিয়ে দেন, ''কেজরিওয়াল পদত্যাগ করবেন না। দরকার হলে তিনি জেলে বসে কাজ করবেন। কারণ, রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।'' আপ নেতা সোমনাথ ভারতীও জানিয়ে দেন, ''কেজরিওয়ালের ইস্তফা দেয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিজেপি-র রাজত্বে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে। এখানে নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।''

দলের তরফ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানাবেন কেজরিওয়ালভারতে কিছুদিন আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমংন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার করা হলো কেজরিওয়ালকে। তবে গ্রেপ্তারির আগে সোরেন ইস্তফা দেন।

এর আগে একই অভিযোগে উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। আপ সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেপ্তার করা হয়েছিল। এবার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে।

লোকসভা ভোট যখন আসন্ন, তখন এভাবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করার প্রতিক্রিয়া কী হতে পারে? প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র ডিডাব্লিউকে বলেছেন, ''এর ফলে কেজরিওয়াল মানুষের সহানুভূতি পাবেন বলে মনে হয়। তিনি নিজেও সম্ভবত এটাই চাইছিলেন। সেজন্য বারবার ডাকা সত্ত্বেও তিনি ইডি-র অফিসে যাননি।'' শুভাশিস বলেছেন, ''এটা বারবার ঘটছে। পরপর ঘটছে। তাই মানুষের মনে সন্দেহ জাগতেই পারে।''

কেজরিওয়াল একসময় দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এখন দুর্নীতির অভিযোগে ইডি তাকে গ্রেপ্তার করলে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ