1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝুপড়ি-‌কলোনিবাসী যখন ট্রাম্পকার্ড

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
২২ জানুয়ারি ২০২০

দিল্লি নির্বাচনে অন্যান্য বারের মতো এবারও অন্যতম ইস্যু অবৈধ কলোনি৷ সম্প্রতি বেশকিছু কলোনিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার৷ যাকে ‘ভাঁওতা' বলছে আম আদমি পার্টি৷ গরিব নাগরিকের ভোট পেতে মরিয়া উভয় পক্ষই৷

India Diabetes Kampagne dagegen nahe Neu Delhi
ছবি: Getty Images/AFP/P. Singh

সম্প্রতি কেন্দ্রীয় সরকার দিল্লির ১৭৩১ টি অবৈধ কলোনিকে ‘‌বৈধ'‌করার ছাড়পত্র দিয়েছে৷ বেশ কয়েকজনের হাতে আনুষ্ঠানিক ভাবে সরকারি নথিও তুলে দেওয়া হয়েছে৷ বলা যায়, ঝুপড়ি ও কলোনি বৈধ ও অবৈধ বিষয়ের উপর ভর করে ভোট বৈতরণী পার হতে চাইছে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি৷ উল্টোদিকে, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির বক্তব্য, ভোটের মুখে কাগজে বৈধকরণ নয়, বছরভর জরুরি পরিষেবা দেওয়াই উন্নয়ন৷ দিল্লিতে আপ-‌বিজেপি-‌কংগ্রেসের ত্রিমুখী লড়াই হলেও মূল প্রতিদ্বন্দ্বী আপ ও বিজেপি৷

ঝুপড়ি, বস্তি মানেই সরু গলি৷ সর্বত্র আবর্জনা৷ ভেজা প্যাচপ্যাচে রাস্তা৷ কয়েক দশক ধরে এই ছবিতেই অভ্যস্ত সেখানকার বাসিন্দারা৷ দিল্লির সবচেয়ে বড় অবৈধ কলোনি দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার৷ সংলগ্ন সৈনিক ফার্মের বাসিন্দা সুকেশ কুমার মোটরবাইক মেরামতের দোকান চালান৷আরও একবার কেজরিওয়াল সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান তিনি৷ যুক্তি, পানীয় জল, নিকাশি, পার্ক, মহল্লা ক্লিনিকের মতো স্বাস্থ্য পরিষেবার অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে যে৷

কথা হচ্ছিল পূর্ব দিল্লির সিলমপুর বিধানসভা এলাকার জেজে(‌জুগ্গি-‌ঝোপড়ি)‌কলোনির বাসিন্দা মাকসুদ ইসলামের সঙ্গে৷ পেশায় রাজমিস্ত্রি৷ ডয়চে ভেলেকে তিনি জানালেন, ‘‌‘‌দিল্লিতে গত ৫ বছরে যদি কেই ভালো করার চেষ্টা করে থাকেন, তিনি কেজরিওয়াল৷ তাঁকে নানা ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ সব আমরা দেখেছি৷ কেন্দ্রীয় সরকারের তরফে নির্বাচিত রাজ্য সরকারকে কাজ করতে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর ক্ষমতা প্রয়োগ করতে না পারলে আর কোথায় করবেন!'‌‌'‌একই ছবি মায়াপুরি, মেহেরলি, নারায়ণা বিহার, বুদ্ধনগর প্রভৃতি এলাকাতেও৷

উত্তর-‌পূর্ব দিল্লির রাজা বিহার এলাকার জেজে কলোনির মুদি দোকানদার নরেশ সাহুর কথায়, ‘‌‘‌অবৈধ কলোনিকে বৈধ করার ঘোষণা দীর্ঘদিনের৷ ঝুপড়িবাসীদের অপেক্ষাও সুদীর্ঘ৷ এখন দিল্লি ডেভলপমেন্ট অথরিটি থেকে সরকারি নথি সংগ্রহের বার্তা পেয়েছি৷ ভালো লাগছে৷ তবে, ক্ষমতায় কেজরিওয়াল এলেই ভালো হবে৷''‌‌বিনোদ নগরের পীযূষ শর্মা, শাদিপুরের জি পি তিওয়ারিদের বক্তব্য, ‘‌‘দেশ, জাতীয়তাবাদ ইত্যাদি সরিয়ে রেখে গরিব মানুষের নিত্যদিনের প্রয়োজনের কথা ভাবলে ‌বিধানসভা নির্বাচনে আমাদের প্রথম পছন্দ আম আদমি পার্টি৷ লোকসভায় পছন্দ নরেন্দ্র মোদি৷'‌'‌

অন্যদিকে, ভোটবাক্সে লাভবান হওয়ার লক্ষ্যে বিজেপি'‌র তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে, অবৈধ কলোনিকে বৈধ করার সিদ্ধান্ত তৃণমূলস্তরে পৌঁছে দেওয়ার৷ কীভাবে ১৭৩১টি ঝুপড়ির বাসিন্দাদের নামে নথি তৈরি হবে, সেসব প্রচার করা হচ্ছে৷

 ‘‌‘‌তথাকথিত অবৈধ কলোনিতে গত ৫ বছরে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা খরচ করা হয়েছে৷ আগে সরকার এসবে নজর দেয়নি৷ আমাদের সরকার দিল্লির ৯৩ শতাংশ কলোনিতে রাস্তা, পানীয় জল, নর্দমা তৈরির কাজ শেষ করেছে৷ এখন নতুন করে কলোনিকে বৈধ করার কথা বলে ভাঁওতা দিচ্ছে বিজেপি৷'‌'‌

গত ১৬ ডিসেম্বর ডিডিএ কর্তৃপক্ষ ‘‌প্রধানমন্ত্রী আবাস অধিকার যোজনা'‌সংক্রান্ত একটি ওয়েসাইট চালু করেছে৷ সরকারি নথি অনুযায়ী, তাতে ১,৭৬,০০০ জন নাগরিক নথিভুক্ত হয়েছেন৷ ৪,৫০০ জন নিজেদের নথিপত্র জমা দিয়েছেন৷ প্রায় ১৫০০ জনের দেওয়া নথি সরজমিনে খতিয়ে দেখা হয়েছে৷ এ যাবৎ মোট ২০জনকে সরকারি ভাবে পঞ্জিকৃত নথি দেওয়া হয়েছে৷

সেই ২০১৩, ২০১৫ সালে আপ-‌এর প্রধান ভোটব্যাঙ্ক ছিল এই ঝুপড়িবাসীরা৷ বিশেষজ্ঞরা মনে করছেন, এবার তার খুব একটা পরিবর্তন হওয়ার মতো পরিস্থিতি নেই৷ কারণ, জমির মালিকানা দেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের অধীন৷ কিন্তু, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, সিসিটিভি, বিনামূল্যে ইন্টারনেট ইত্যাদি পরিষেবা দিতে গত ৫ বছরে বিপুল অর্থ খরচ করেছে কেজরিওয়াল সরকার৷ এই একটি কারণে বিজেপি'‌র ‘‌বৈধ কলোনি'‌র প্রকল্প ধাক্কা খেতে পারে৷ অপর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস কোনো মতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার দিকেই জোর দিচ্ছে৷ আগামী ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ