1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আম আদমি পার্টিতে ফাটল

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৭ জানুয়ারি ২০১৪

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে বিদ্রোহ৷ একমাস পুরানো সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগের আঙুল তুলেছেন দলীয় বিধায়ক৷ বলেছেন, কেজরিওয়াল আম জনতাকে ধোঁকা দিয়েছেন৷ নির্বাচনি প্রতিশ্রুতি পালন করছেন না৷

ছবি: UNI

ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে সমালোচনার তাপ ক্রমশই বাড়ছে দলের ভেতরে ও বাইরে৷ এটাই নাকি রাজনৈতিক দস্তুর৷ কীভাবে এটা সামলানো যায়, সেটাই হবে এখন দলের সামনে বড় চ্যালেঞ্জ৷ অভিযোগের তোপ দেগেছেন দলেরই ওজনদার বিধায়ক বিনোদ কুমার বিন্নি৷

প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, কেজরিওয়াল সরকার ও জনগণকে ধোঁকা দিচ্ছেন৷ নির্বাচনি প্রতিশ্রুতির কোনোটাই এখনও পর্যন্ত পালন করতে পারেননি৷ মিডিয়া এ বিষয়ে জনমত যাচাই করে দেখতে পারে৷ যে ইস্যুকে ভিত্তি করে আম আদমি পার্টি ক্ষমতায় এসেছে সেই দুর্নীতি দমনে জনলোকপাল বিল ১৫ দিনের মধ্যে বিধানসভায় আনার কথা ছিল, কিন্তু আনতে পারেনি৷ ২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লির বাসে একজন মেডিকেল ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে গোটা দেশে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, তাতে সামিল হয়ে মহিলাদের নিরাপত্তায় সোচ্চার হয়েছিল যে আম আদমি পার্টি, আজ দিল্লির পথেঘাটে সেই দলের সরকারের চোখের সামনে নির্বিবাদে চলেছে ধর্ষণ ও গণধর্ষণ৷ এমনকি, গণধর্ষণ কাণ্ড থেকে রেহাই পাচ্ছেন না বিদেশিরাও৷ কোথায় গেল মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ কমান্ডো বাহিনী গঠনের প্রতিশ্রুতি? কেন শিথিল হয়ে গেল আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের লৌহমুষ্টি? অভিযোগ দলীয় বিধায়ক বিন্নির৷

ধর্ষণের শিকার যখন বিদেশি নারীরা...

অতি সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে তিনজন বিদেশি নারী ধর্ষণের শিকার হন৷ দিল্লিতে ৫০ বছর বয়সি এক ডেনিশ মহিলা গণধর্ষণের শিকার হন রাতে দিল্লি স্টেশনের অদূরে৷ তাঁর টাকা পয়সা, আই-ফোন কেড়ে নেয় দুষ্কৃতিরা৷ পুলিশ অবশ্য ৬-৭ জনকে আটক করেছে যাদের কয়েকজন মাদকাসক্ত৷ তাদের জেরা চলছে৷ ঐ পর্যটক মহিলা শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে ডেনমার্ক ফিরে যান৷

চেন্নাইগামি একটি ট্রেনের স্লিপার কামরায় ধর্ষিতা হন এক জার্মান মহিলা৷ তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন দু'দিন বাদে৷ ঐ জার্মান মহিলা কোনো একটি বেসরকারি সংস্থায় কাজ করেন৷ পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে৷

খোদ রাজধানি দিল্লিতেই একজন পোলিশ মহিলা তাঁর শিশুকন্যাকে নিয়ে ট্যাক্সিতে যাবার সময় ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি৷ মহিলাদের নিরাপত্তা নিয়ে শীলা দীক্ষিতের সাবেক কংগ্রেস সরকারকে তুলোধোনা করেছিল এই আম আদমি পার্টির নেতারা৷ আজ সেটাই ‘বুমেরাং' হয়ে ফিরে আসছে কেজরিওয়াল সরকারের দিকে৷ অবশ্য কেজরিওয়াল দিল্লির উপ-রাজ্যপালের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন এবং ফাস্ট-ট্র্যাক কোর্টের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন৷ দোহাই দিয়েছেন দিল্লি পুলিশের, যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন৷ তাই দিল্লি সরকারের ক্ষমতা এক্ষেত্রে সীমিত৷

আম আদমি পার্টির বিধায়কের অভিযোগ খণ্ডন করে দলের মুখপাত্র যোগেন্দ্র যাদব সংবাদমাধ্যমকে বলেন, ঐ সব অভিযোগ ভিত্তিহীন৷ তাঁর ব্যক্তিস্বার্থ পূরণ না হওয়ায় এটা ঐ বিধায়কের ক্রোধের বহিঃপ্রকাশ৷ প্রথমে তিনি মন্ত্রী হতে চেয়েছিলেন, সেটা হোতে পারেননি৷ তারপর আসন্ন সংসদীয় ভোটে আম আদমি পার্টির প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে তা দেয়া হয়নি৷ এই বিদ্রোহ দমনে দল কড়া হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷ দলের শৃঙ্খলাভঙ্গ কোনোমতেই বরদাস্ত করা হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ