1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির শীত: কমলা সতর্কতা জারি

১৭ জানুয়ারি ২০২৪

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে কমলা সতর্কতা জারি করেছে। কুয়াশায় বিঘ্নিত রেল এবং বিমান যোগাযোগ।

দিল্লির ঠান্ডা
কুয়াশা ঢাকা দিল্লিছবি: AP

কুয়াশায় দৃশ্যমানতা শূন্য থেকে ১০। তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে বরফ ঠান্ডা হাওয়া। এক কথায় এটাই এখন দিল্লির আবহাওয়া পরিস্থিতি। 

আবহাওয়া দপ্তরের বক্তব্য, গত চার দিন ধরে ভোরের তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে। আগামী কয়েকদিনও এর পরিবর্তন হবে না। কারণ, আকাশে মেঘ নেই। ফলে রাতে প্রবল ঠান্ডা পড়ছে। সারাদিন তারই জের চলছে। সঙ্গে চলছে শৈত্যপ্রবাহ। ফলে আরো বেশি শীত অনুভূত হচ্ছে।

একইসঙ্গে রয়েছে কুয়াশা। বস্তুত, দিল্লি থেকে গড়ে প্রতিদিন ১৫০০ বিমান চলাচল করে। বহু আন্তর্জাতিক উড়ান দিল্লি হয়ে যায়। কুয়াশার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। দেশের ভিতর একের পর এক উড়ান বাতিল হচ্ছে। শুধু মঙ্গলবারই সব মিলিয়ে ১৭টি উড়ান বাতিল হয়েছে। ৩০টি বিমান নির্দিষ্ট সময়ের অনেক পরে চলেছে। যার জেরে ইন্ডিগো বিমানের পাইলটের সঙ্গে যাত্রীদের হাতাহাতি পর্যন্ত হয়েছে।

ইন্ডিগো যেভাবে যাত্রীদের সঙ্গে ব্যবহার করছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার ইন্ডিগোকে চিঠি পাঠিয়েছে। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। একই অবস্থা রেল যোগাযোগে। মঙ্গলবার কলকাতা থেকে দিল্লিগামী রাজধানী প্রায় ১০ ঘণ্টা পরে ঢুকেছে।

এরইমধ্যে আরো ভয়াবহ খবর হলো, বায়ু দূষণের মাত্রা আবার বাড়তে শুরু করেছে। এবং সে কারণেই কুয়াশা আরো বাড়ছে। রোববার গড় দূষণের পরিমাণ ছিল চারশ একিউআইয়ের উপরে। সোমবার তা কমে ৩৫০ এর আশপাশে আসে। মঙ্গলবার তা আবার বেড়ে ৩৭০ একিউআইয়ে পৌঁছে গেছে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ