1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিডিয়ার প্রবেশাধিকার

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৪ মার্চ ২০১৩

দিল্লি গণধর্ষণ মামলার শুনানির সময় মিডিয়ার উপস্থিতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি৷ রেজিস্টার্ড মিডিয়া সংস্থাগুলির একজন করে প্রতিনিধি আদালত কক্ষে থাকতে পারবেন৷

Indian children participate in a protest against child abuse and rising crimes against women, in Bhubaneswar, India, Saturday, March 16, 2013. India has seen outrage and widespread protests against rape and attacks on women and minors since a fatal gang-rape of a young woman in December on a moving bus in New Delhi, the capital. In the most recent case, a Swiss woman who was on a cycling trip in central India with her husband has been gang-raped by eight men, police said. Placard reads "our safety is your responsibility." (AP Photo/Biswaranjan Rout)
ছবি: picture-alliance/AP Photo

দিল্লির ফাস্ট-ট্র্যাক কোর্টে ১৬ই ডিসেম্বরের গণধর্ষণ মামলার শুনানি চলছে প্রতিদিনের ভিত্তিতে৷ কিন্তু শুনানি চলেছে বন্ধদ্বার আদালত কক্ষে৷ নিষিদ্ধ ছিল মিডিয়ার প্রবেশাধিকার৷ বিচারের অগ্রগতি সম্পর্কে দেশবিদেশের মানুষ ছিল অন্ধকারে৷ তাই মিডিয়া সংস্থাগুলির পক্ষ থেকে আদালতের কাছে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকাশ্য শুনানির আর্জি জানানো হলে গত শুক্রবার দিল্লি হাইকোর্ট নিষেধাজ্ঞা শিথিল করার রায় দেন রক্ষাকবচ সাপেক্ষে৷

বলা হয়, রেজিস্টার্ড মিডিয়া সংস্থাগুলির একজন করে প্রতিনিধি শুনানির সময় আদালতে থাকতে পারবেন৷ তবে ধর্ষিতা বা তাঁর পরিবারের সদস্য কিংবা সাক্ষীদের নাম প্রকাশ করতে পারবেন না৷ মিডিয়া সংস্থাগুলির আইনজীবী এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই রায়ে একটা ভারসাম্য রয়েছে৷ একদিকে মিডিয়ার অধিকার অন্যদিকে ধর্ষিতা ও সাক্ষীদের সুরক্ষার অধিকার৷

দিল্লি গণধর্ষণের প্রতিবাদছবি: Raveendran/AFP/Getty Images

গণধর্ষণ মামলায় দিল্লির বিশেষ আদালতে এখন বিচার চলছে পাঁচজন আসামির বদলে চারজনের বিরুদ্ধে৷ মূল আসামি দিল্লির তিহার জেলে থাকাকালীন আত্মহত্যা করে৷ ষষ্ঠ আসামি নাবালক বলে তাঁর বিচার হচ্ছে জুভেনাইল কোর্টে৷ এ পর্যন্ত ৬০ জন সাক্ষীর বিবৃতি রেকর্ড করা হয়েছে রুদ্ধদ্বার আদালতে৷ তার মধ্যে একজন দিল্লি হাসপাতালের ডাক্তার, যিনি ধর্ষিতার অপারেশন করেছিলেন এবং আর একজন সিঙ্গাপুর হাসপাতালের ডাক্তার৷ সিঙ্গাপুর নিয়ে যাবার পর যাঁর চিকিৎসাধীনে ধর্ষিতার মৃত্যু হয়৷ তাঁর বিবৃতি রেকর্ড করা হয় ভিডিও লিঙ্কে৷

দুজন আসামি অন্তর্বর্তী জামিনের আবেদন করেছে গত বৃহস্পতিবার৷ একজন চেয়েছে ১৫ দিনের জন্য জামিন৷ কারণ দেখিয়েছে জেলে আত্মহত্যাকারী আসামি সম্পর্কে তাঁর ভাই, সেই ভাই-এর পারলৌকিক কাজে সে উপস্থিত থাকতে চায়৷ অপরজন কারণ দেখিয়েছে, সে স্নাতক শ্রেণীর ছাত্র৷ জামিন নিয়ে সে পড়াশুনা করে পরীক্ষা দিতে চায়৷ জেলে থাকায় তাঁর পড়াশোনার ক্ষতি হচ্ছে৷

এদিকে শুক্রবার থেকে ধর্ষণ প্রতিরোধ বিলটি সংসদের উভয়সভায় পাশ হবার পর তা আইনে পরিণত হলো৷ আইনে ধর্ষণ বা নারী নিগ্রহের অপরাধে কড়া শাস্তির বিধান রয়েছে৷ তবে বর্তমানে যে অর্ডিন্যান্স বলবৎ আছে, তার মেয়াদ ২২শে মার্চ শেষ হচ্ছে বলে বিল পাশ করার তাড়া ছিল৷ পরে এই আইন সম্পর্কে সংসদে আরো আলোচনা করা যেতে পারে এবং সংশোধনেরও সুযোগ আছে৷ তবে এই আইন ভবিষ্যতে সমাজকে প্রভাবিত করবে এবং নারী অধিকার ও মর্যাদা রক্ষায় সহায়ক হবে, বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ