1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ষষ্ঠ অভিযুক্ত নাবালক

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৯ জানুয়ারি ২০১৩

১৬ই ডিসেম্বরের দিল্লি গণধর্ষণ কাণ্ডের ষষ্ঠ অভিযুক্তকে নাবালক বলে রায় দিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড৷ বলেছে, বয়সের প্রমাণ হিসেবে স্কুল সার্টিফিকেটই যথেষ্ট৷ অস্থি পরীক্ষার প্রয়োজন নেই৷ ফলে তার সর্বোচ্চ শাস্তি তিন বছরের জেল৷

People shout slogans and hold placards during a protest in New Delhi December 29, 2012. An Indian woman whose gang rape in New Delhi triggered violent protests died of her injuries on Saturday in a Singapore hospital, bringing a security lockdown in Delhi and recognition from India's prime minister that social change is needed. REUTERS/Adnan Abidi (INDIA - Tags: CIVIL UNREST CRIME LAW)
ছবি: Reuters

জুভেনাইল জাস্টিস বোর্ড রায় দিয়েছে দিল্লি গণধর্ষণ কাণ্ডের ষষ্ঠ আসামীকে নাবালক বলে গণ্য করা হবে৷ তাঁর বয়স নির্ধারণে অসিফিকেশন অর্থাৎ হাড়ের বিশেষ ধরণের পরীক্ষা করার জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল৷ কিন্তু জুভেনাইল জাস্টিস বোর্ড জানিয়েছে, স্কুল সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতে আসামীকে নাবালক হিসেবেই দেখা হবে৷ হাড় পরীক্ষার প্রয়োজন নেই৷

ধর্ষকদের ফাঁসি দাবিছবি: Getty Images

স্কুলের বর্তমান এবং আগের হেডমাস্টারকে ডাকা হয়েছিল শুনানির সময়৷ তাঁদের দেয়া স্কুল সার্টিফিকেটে আসামীর জন্মতারিখ ১৯৯৫ সালের ৪ঠা জুন৷ অর্থাৎ, ১৬ই ডিসেম্বর অপরাধ সংঘটিত হবার দিন তাঁর বয়স ছিল ১৭ বছর ছয় মাস ১১ দিন৷ আগামী জুন মাসে ১৮ হলে সে সাবালক হবে৷

এই রায়ে যারপর নাই ক্ষুব্ধ নাগরিক সমাজ৷ ক্ষুব্ধ ধর্ষিতা ও মৃতা তরুণীর পরিবারের লোকজন৷ ধর্ষিতার পিতা বলেছেন, ‘‘এই রায় মানি না৷ উকিলের সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে আপিল করবো হাড় পরীক্ষার জন্য৷ তারপরও যদি নাবালক প্রমাণিত হয়, তাহলে দুর্ভাগ্য বলে মনে করবো৷ স্কুল সার্টিফিকেটে ভুল থাকতে পারে৷''

নাবালক হিসেবে ষষ্ঠ আসামীর ফাঁসি তো হবেই না, হবে লঘু শাস্তি৷ সর্বোচ্চ তিন বছরের জেল৷ কিংবা তাকে সংশোধনাগারেও পাঠানো হতে পারে৷ তাই এই রায় নিয়ে দেখা দিয়েছে বিতর্ক৷ বলা হয়, একজন নাবালক যদি এই রকম নৃশংস ঘটনায় বড় ভূমিকা নেওয়া সত্ত্বেও আইনের হাত থেকে নিস্তার পেয়ে যায়, তাহলে জুভেনাইল জাস্টিস আইন অবশ্যই সংশোধন করা দরকার৷ নাবালকের বয়স সীমা ১৬ বছর করার দাবি ওঠে৷

নতুন দিল্লিতে গণধর্ষণের প্রতিবাদ অব্যাহত রয়েছেছবি: Reuters

অন্যদিকে, এই মামলার শুনানি দিল্লির বাইরে নিয়ে যাবার জন্য এক আসামীর আর্জি মঙ্গলবার খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে৷ আসামী পক্ষের দু'জন আইনজীবি নিয়ে দেখা দেয় বিতর্ক৷ আসামীর প্রকৃত আইনজীবি কে তা জানাতে সেশন কোর্টকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট৷ সেশন কোর্ট যে উকিলকে আসামীর প্রকৃত উকিল বলেছেন, তাঁর বক্তব্য, এই ধরণের কোনো আবেদন তাঁর মক্কেল জানায়নি৷ দিল্লির ফাস্ট-ট্র্যাক কোর্টে প্রতিদিনের ভিত্তিতে মামলার শুনানি চলবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ