1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইকেল জ্যাকসন

২৭ সেপ্টেম্বর ২০১৩

অসুস্থ অবস্থায় মাইকেল জ্যাকসনকে সাহায্য না করায় কনসার্ট প্রোমোটার এইজি-র বিরুদ্ধে জ্যাকসন পরিবারের মামলার শুনানি শেষ হয়েছে৷ পাঁচ মাস ধরে চলা এই শুনানি শেষ হয় বুধবার৷

vছবি: BETH A. KEISER/AFP/Getty Images

পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ জীবিত থাকতে যেমন আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, মৃত্যুর পরও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছেন তিনি৷

জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন তাঁর এবং জ্যাকসনের তিন ছেলেমেয়ের পক্ষে এইজি লাইভ-এর বিরুদ্ধে এ মামলা করেছেন৷ তাঁদের অভিযোগ, ‘দিস ইজ ইট' কনসার্টটি করার সময় তাঁর স্বাস্থ্যের প্রতি নজর দেয়নি কনসার্ট প্রোমোটার এইজি লাইভ৷ এমনকি তাঁরা যে চিকিৎসক নিযুক্ত করেছিলেন, সেই ডাক্তার কনরাড মারের ভুল চিকিৎসার কারণেই মৃত্যুবরণ করতে হয়েছে জ্যাকসনকে৷

তবে, এইজি র পক্ষের আইনজীবী অ্যাটর্নি ম্যারভিন প্যাটন্যাম বুধবার শুনানিতে জানান, তাঁরা কনরাড মারে-কে জ্যাকসনের চিকিৎসক নিযুক্ত করেননি৷ মারে বহুদিন আগে থেকেই জ্যাকসনের পারিবারিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন৷ প্যাটন্যাম আরো জানান, ‘দিস ইজ ইট' ট্যুর করার অনেক আগে থেকেই জ্যাকসন মাদকাসক্ত ছিলেন এবং তাঁর সিদ্ধান্তেই ডাক্তার মারে-কে তাঁর চিকিৎসার দায়িত্ব দেয়া হয়েছিল৷

মৃত্যুর পরও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছেন মাইকেল জ্যাকসনছবি: AP

শুনানির শেষ দিনে এইজি লাইভের আইনজীবী জানালেন, প্রোমোটাররা যদি জানতেন জ্যাকসন প্রতিদিন মাদক সেবন করছেন, তাহলে তারা কখনোই ‘দিস ইজ ইট' ট্যুরটির অর্থায়ন করতেন না৷

অন্যদিকে, জ্যাকসনের পারিবারিক আইনজীবী ব্রায়ান প্যানিশ মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস আদালতে তাঁর পক্ষের শুনানি শেষ করেন৷ আর্থিক ও অনার্থিক ক্ষতিপূরণ হিসেবে এইজি লাইভকে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব দেন তিনি৷ তাঁর মতে, জ্যাকসনের ভবিষ্যৎ উপার্জন ৯০০ মিলিয়ন থেকে ১.৬ বিলিয়ন ডলার হতে পারতো৷ তবে বিচারকরা যেটা সঠিক মনে করেন সেটাই মেনে নেয়া হবে বলে জানিয়েছেন প্যানিশ৷

এদিকে, এইজি লাইভ এর আইনজীবী অ্যাটর্নি ম্যারভিন প্যাটন্যাম জানিয়েছেন, জ্যাকসনের পরিবারের এই দাবি একেবারেই অযৌক্তিক এবং ব্রায়ান তার গবেষণার মাধ্যমে অর্থের যে অঙ্কটা তুলে ধরেছেন এটা একেবারেই অসম্ভব৷

‘দিস ইজ ইট' ট্যুরের মাধ্যমেই দীর্ঘ চার বছর পর মঞ্চে ফেরার কথা ছিল জ্যাকসনের৷ কিন্তু তার আগেই ২০০৯ সালের ২৫শে জুন লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় ৫০ বছর বয়সে মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে তার চিকিৎসক কনরাড মারে দোষী সাব্যস্ত হন এবং চার বছরের কারাদণ্ড দেয়া হয় তাঁকে৷

এপিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ