1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীপিকার ‘ক্লিভেজ টুইট’

আরাফাতুল ইসলাম১৮ সেপ্টেম্বর ২০১৪

বলিউড তারকা দীপিকা পাডুকনের এক টুইট নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে টুইটারে৷ সোমবার ভারতের সবচেয়ে ব্যবহৃত হ্যাশট্যাগ ছিল ‘আইস্টান্ডউইথদীপিকাপাডুকন’৷ এমনকি প্রায় পাঁচ দিন পরেও তার রেশ কাটেনি৷

Bildergalerie Festival Marrakech
ছবি: picture-alliance/dpa

বিতর্কের শুরুটা করে ভারতের সবচেয়ে প্রচারিত ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া৷ সংবাদপত্রটির অনলাইন সংস্করণের টুইটার দীপিকা পাডুকোনের একটি ছবি প্রকাশ করে, যেখানে তাঁর ‘ক্লিভেজ' বা ‘স্তনসন্ধি' পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল৷

তবে সমস্যা ছবিটি নয়৷ ছবিটির সঙ্গে থাকা বার্তা ক্ষিপ্ত করে দীপিকাকে৷ টাইমস অফ ইন্ডিয়া ছবির সঙ্গে লিখেছিল, ‘ও মাই গড: দীপিকা পাডুকনের স্তনসন্ধি প্রদর্শন!'

রবিবার এই টুইট প্রকাশের পর দীপিকা সেটির স্ক্রিনশট তৈরি করে নিজের একাউন্ট থেকে পোস্ট করেন৷ এ সময় তিনি টাইমস অফ ইন্ডিয়াকে নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি৷

অপর এক টুইট বার্তায় দীপিকা আরো পরিষ্কারভাবে লেখেন, ‘‘হ্যা আমি একজন নারী এবং আমার স্তন এবং ক্লিভেজ আছে৷ কোন সমস্যা?''

দীপিকার এই বার্তা টুইটারে বোমা ফাটায়৷ তাঁর এই টুইটটি সরাসরি পুনরায় টুইট করা হয় প্রায় নয় হাজার বার৷ ফেবারিটের তালিকায় রাখা হয়েছে দশ হাজার বারের বেশি৷ শুধু তাই নয়, দীপিকার প্রতি সমর্থন জানিয়ে টুইট করতে থাকেন অসংখ্য মানুষ৷ সৃষ্টি হয় ‘আইস্টান্ডউইথদীপিকাপাডুকন' ইংরেজি হ্যাশট্যাগ

গত সোমবার গোটা ভারতে সবচেয়ে ব্যবহৃত টুইট হ্যাশট্যাগ ছিল এটি৷ এমনকি এখনও টুইটারে একের পর এক বার্তা যোগ হচ্ছে দীপিকার সমর্থনে৷ সাধারণ টুইটার ব্যবহারকারীদের পাশাপাশি বলিউড তারকারাও দীপিকার সমর্থনে টুইট করেছেন৷ মালয়েশিয়ায় অবস্থানরত অর্জুন রামপাল তাঁর সহকর্মীর সাহসের প্রশংসা করেছেন৷

হিন্দি ছবির স্বনামখ্যাত পরিচালক করণ জোহরও দীপিকার প্রতি সমর্থন জানিয়েছেন৷ একইসঙ্গে লিখেছেন, শুধু দীপিকা নয় পৃথিবীর কোনো নারীর প্রতিই এমন আচরণ গ্রহণযোগ্য নয়৷

অপর বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও দীপিকার পাশে দাঁড়িয়েছেন৷ তাঁর মতে, দীপিকা সবার পক্ষ থেকেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন৷

ব্যাপক সমালোচনার মুখে টাইমস অফ ইন্ডিয়া অবশ্য তাদের টুইট পোস্টটি মুছে ফেলেছে৷ পাশাপাশি অপর এক টুইটে বিষয়টিকে ‘প্রশংসা' হিসেবে নিতে দীপিকার প্রতি আহ্বান জানিয়েছে পত্রিকাটি৷

উল্লেখ্য, ২৮ বছর বয়সি অভিনেত্রী এবং মডেল দীপিকা পাডুকন বলিউডে যাত্রা শুরু করেন ২০০৬ সালে৷ তবে পরের বছর ‘ওম শান্তি ওম' ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান৷ বর্তমানে বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের একজন দীপিকা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ