1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Bangladesh's Hasina urges rival to accept poll defeat

সাগর সরওয়ার, ঢাকা থেকে/আরাফাতুল ইসলাম, বন৩১ ডিসেম্বর ২০০৮

নির্বাচনে বিপুল জয়ের পর শেখ হাসিনা বললেন, এই বিজয় দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের বিজয়, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বিজয়, অসাম্প্রদায়িক গণতন্ত্রের বিজয়৷ একইসঙ্গে মিডিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে অভিনন্দনও জানিয়েছেন তিনি৷

বুধবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

মহাজোটকে নির্বাচিত করায় জনগণকে বিশেষ করে মা-বোনদের অভিনন্দন জানান শেখ হাসিনা৷ তিনি বলেন, বাংলাদেশের জনগণ- দিন বদলের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে যে রায় দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ৷ এই বিজয় শুধু আওয়ামী লীগ বা মহাজোটের নয়৷ এই বিজয় সমগ্র জাতির, এই বিজয় গণতন্ত্রের৷ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সীমিত আয়ের মানুষ যারা ভোট দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি৷

দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হন বিজয়ী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

যারা আওয়ামী লীগ বা মহাজোটে ভোট দেননি, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা৷ তবে সেটা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নেয়ার জন্য৷ শেখ হাসিনা বলেন, আমাদের সরকার হবে সকলের সরকার৷ তাই সকলের সহযোগিতা চাই৷

নতুন ভোটারদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্ম দেশকে নতুন রাজনৈতিক চেতনায় এগিয়ে নিয়ে যাবে৷ আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে দেশকে গড়ে তুলবে৷

সকল রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে দেশের মানুষের জন্যে একসঙ্গে কাজ করি৷ বিরোধী দলকে আমরা সংখ্যা দিয়ে বিচার করব না৷ সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল রাষ্ট্র পরিচালনার অংশীদার৷

সংসদে ডেপুটি স্পীকার ও সংখ্যানুপাতিকহারে সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদও বিরোধী দলকে দেয়া হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা৷
এর আগে মঙ্গলবার মধ্যরাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেন৷ খালেদা জিয়া দাবি করেন, ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতীতে নেই৷ এই প্রহসনের নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়৷ তবে শেখ হাসিনা এই মন্তব্যকে তেমন একটা আমলে নেননি৷ বরং জানিয়েছেন, সাধারণত হারলে লোকজন এধরনের কথা বলে৷

অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদও জানিয়েছেন শেখ হাসিনা৷

শেখ হাসিনা দাবি করেন, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল দুর্নীতিমুক্ত৷ এবারও একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা মানুষকে উপহার দেবেন বলে জানিয়েছেন তিনি৷

বুধবার দুপুর ১২টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে উপস্থিত হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ এসময় শেখ হাসিনার সঙ্গে তাঁর পরিবার বর্গের সদস্যরাও উপস্থিত ছিলেন৷ সেখানে মহাজোটের নেতাকর্মীরা শেখ হাসিনাকে অভিনন্দন জানান৷ সংবাদ সম্মেলনে মহাজোটের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত থাকলেও জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদকে দেখা যায়নি৷

প্রসঙ্গত, ২৯ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ ব্যবধানে বিজয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট৷ বেসরকারী ফলাফলে ২৯৯ টি আসনের মধ্যে মহাজোট জিতেছে ২৬২ টি আসনে৷ চারদলীয় জোট পয়েছে ৩২ টি আসন এবং অন্যান্য দল ৫টি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ