1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই এক দিনের মধ্যে নির্বাচনের তফসিল: প্রধানমন্ত্রী

Sanjiv Burman১৪ নভেম্বর ২০২৩

দুই এক দিনের মধ্যে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: JOHANNA GERON/REUTERS

তিনি বলেন, ''অনেকে নির্বাচনে আসতে চায় না। আপনারাই বলেন, ৩০টা সিট যারা পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না! নির্বাচন বানচাল করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবার বাংলাদেশের মানুষকে ভোগান্তি দেওয়া; এটাই তাদের চেষ্টা।''

আজ মঙ্গলবার সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ২৪টি মন্ত্রণালয়-বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর উদ্বোধন করে প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী ১১টি জেলা-টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন শেখ হাসিনা।

বিএনপিকে কারাগারে রেখে আওয়ামী লীগের নির্বাচন?

59:47

This browser does not support the video element.

প্রধানমন্ত্রী বলেন, ''এখন আর এই বাংলাদেশ দেখে কেউ বলতে পারবে না যে, এই বাংলাদেশ দরিদ্র দেশ, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ, বাংলাদেশ ক্ষুধা বা হাত পেতে চলার দেশ। না, আমরা এখন একটা মর্যাদাশীল দেশ, উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের সেই মর্যাদাটা আমরা আবার ফিরিয়ে আনতে পেরেছি, যেটা মুক্তিযুদ্ধে বিজয়ের পরে আমরা পেয়েছিলাম। আজকে আবার আমরা সেই জায়গায় এসেছি।''

আওয়ামী লীগ তৃণমূল থেকে উন্নয়ন করছে জানিয়ে তিনি বলেন, ''আমাদের দেশে কেউ অবহেলিত থাকবে না এবং সবাই শিক্ষার আলোয় আলোকিত হবে। আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য স্থির করে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই ২১ সালের মধ্যে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।''

সমাবেশ ও নির্বাচন ঘিরে কার কী আশঙ্কা?

59:03

This browser does not support the video element.

আওয়ামী লীগ সভাপতি বলেন, ''আমাদের নির্বাচনও ঘনিয়ে এসেছে। হয়তো দুএক দিনের মধ্যেই নির্বাচন কমিশন, নির্বাচনের তারিখ-সময় ঘোষণা দেবে।''

''আমি জানি, এ দেশের মানুষ একটু শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল, উন্নয়নটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আবার এই অবরোধ আর অগ্নি সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, আগুন দাও-বাসে আগুন, গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবনযাত্রা যেমন ব্যাহত করা হচ্ছে, স্কুল-কলেজের ছেলে-মেয়েরা যেখানে ফাইনাল পরীক্ষা দেবে, পরীক্ষা দিতে পারছে না। তাদের লেখাপড়া নষ্ট করছে। যেখানে বিএনপির আমলে মাত্র ৪৫ ভাগ ছিল স্বাক্ষরতার হার, আজকে আমরা ৭৬ দশমিক ছয় ভাগে উন্নীত করেছি। আজকে সমস্ত ছেলে-মেয়ে; ৯৮ ভাগ ছেলে-মেয়ে কিন্তু প্রাইমারি স্কুলে যায়। মেয়েরা পর্যন্ত স্কুলে যাচ্ছে। সেই সব কিছু আজকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে,'' বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, 'আমি এটুকু বলবো যে, ওদের সুমতি হোক। এই ধ্বংসযজ্ঞ তারা বন্ধ করুক।''

কেএম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ