1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যু্দ্ধ শুরুর আশঙ্কা

১৪ মার্চ ২০১৩

শান্তি চুক্তি নিয়ে অশান্তি৷ উত্তর কোরিয়া প্রতিবেশী দেশ দক্ষিণের সঙ্গে ১৯৫৩ সাল থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সমাপ্ত করার ঘোষণা দেয়ার পর থেকে উত্তেজনা আর কমছেনা৷

ছবি: Reuters

কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালিয়েই যাচ্ছে দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্র৷

সামরিক মহড়া নিয়ে দু পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী৷ দক্ষিণ কোরিয়া এবং তার সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্রের দাবি, এ মহড়ার মূল উদ্দেশ্য উত্তর কোরিয়া কখনো হামলা চালালে তা প্রতিহত করার সামর্থ্য তাদের আছে কিনা, তা নিজেদের মধ্যে একটু পরীক্ষা করে দেখা৷ এমন পরীক্ষার যে একেবারে দরকার নেই, তা উত্তর কোরিয়া অন্তত বলতে পারবেনা৷ একেতো দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের কোনো চেষ্টাই তারা করছে না, তার ওপর শত আপত্তি এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণুর পরীক্ষা চালিয়েই যাচ্ছে৷ গত এক বছরেই দুবার পরীক্ষা চালিয়েছে দেশটি৷ তারপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরো কঠোর করলেও কোনো লাভ হয়নি৷ উত্তর কোরিয়া কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুমকি দিয়েছিল৷ যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় হামলা প্রতিহত শুধু নয়, দক্ষিণ কোরিয়াসহ সব মিত্র দেশকে রক্ষা করতেও তারা প্রস্তুত৷

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া নাকি সেই প্রস্তুতিরই পরীক্ষা৷ কিন্তু উত্তর কোরিয়া মনে করে হামলা প্রতিহত করতে নয়, ভেতরে ভেতরে তাদের ওপর হামলা চালানোরই ফন্দি আঁটছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র৷ এক সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব রকমের দ্বন্দ্ব এবং যুদ্ধে উত্তর কোরিয়া পাশে পেতো সোভিয়েত ইউনিয়নকে৷ পুঁজিবাদী বিশ্বের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক বিশ্বের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন – এই দুই শিবিরের রাজনীতি, অর্থনীতি, সমরনীতিসহ সবক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার যুগটি এখনো ‘শীতল যুদ্ধের যুগ' বলে পরিচিত৷

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে শীতল যুদ্ধের আর অস্তিত্ব নেই৷ যুক্তরাষ্ট্রের প্রায় একচ্ছত্র আধিপত্য বিশ্বজুড়ে৷ প্রায় ভেঙে পড়া অর্থনীতি আর মাথার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা নিয়ে সেই যুক্তরাষ্ট্রকেই হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া৷ পরমাণুর দ্বিতীয় পরীক্ষার আগ পর্যন্ত পাশে ছিল চীন৷ তারাও জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞায় সম্মতি জানানোয় বন্ধুর অবস্থান ‘শত্রু' একেবারে বিপরীতে নয়৷ সমীকরণ অনেকটাই নতুন৷ অথচ মঙ্গলবারও আবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে পিয়ংইয়ং৷ সামরিক মহড়া চলছে,উত্তর কোরিয়ার আস্ফালনও চলছে৷ যু্দ্ধ শুরুর আশঙ্কাটাও তাই দূর হচ্ছেনা৷

এসিবি , এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ