1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ

২৪ মার্চ ২০১৮

দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পীরা ৩১শে মার্চ উত্তর কোরিয়ার রাজধানী সফরে যাবে৷ শীতকালীন অলিম্পিকে পিয়ংইয়ং খেলোয়াড়দের পাঠানোর পর দু'দেশের মধ্যে সম্পর্কে কিছুটা উষ্ণতার বাতাস বইছে৷

ছবি: picture alliance/dpa/K.Hee-Chul

১৬০ জন সংগীতশিল্পীর দলটি ৩রা এপ্রিল পর্যন্ত পিয়ংইয়ংয়ে  থাকবে৷ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়৷ এক দশকেরও বেশি সময় পর দক্ষিণ কোরীয় শিল্পীদের এমন অনুষ্ঠান হতে চলেছে উত্তর কোরিয়ায়৷

এই দলটিতে থাকবে বিখ্যাত কে-পপ গায়িকাদের গ্রুপ রেড ভেলভেট৷ এছাড়া থাকবেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী চো ইয়ং-পিল এবং লি সান-হি৷ এই দলটির মধ্যে একমাত্র চো ইয়ং ২০০৫ সালে সর্বশেষ পিয়ংইয়ংয়ে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন৷

গত সপ্তাহে দুই কোরিয়ার মধ্যে আলোচনায় এই দল এবং দিন নির্ধারণ করা হয়৷ দক্ষিণ কোরিয়ার শিল্পীদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন সংগীত শিল্পী ইয়ুন সাং৷ তিনি বৈঠকের পর সংবাদিকদের বলেন, ‘‘আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে আমরা যতটা আনন্দ দেই, ঐ দেশের মানুষরা যাতে ততটা আনন্দ পায়, নেতিবাচক কোনো ঘটনা যাতে না ঘটে৷''

এছাড়া তিনি জানান, কী কী গান গাওয়া হবে সেগুলো লিখিত আকারে দেয়া হবে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের কাছে৷ পিয়ং ইয়ংয়ে দু'টি শো হবে৷ একটি গ্র্যান্ড থিয়েটারে, অন্যটি হবে রুকইয়ুং চুং জু ইয়ুং জিমনেশিয়ামে৷ দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ২২ থেকে ২৪ মার্চ উত্তর কোরিয়ার ভেন্যু পরিদর্শন করবেন, পাশাপাশি শিল্পীরা কোথায় থাকবেন সেটাও দেখে আসবেন৷

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছিলেন বছরের শুরুতে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ