1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই চাকায় স্বাধীনতা: লেডি বাইকার ভাগ্যশ্রীর কথা

04:32

This browser does not support the video element.

আরাফাতুল ইসলাম | ইয়ানিক বায়ারলাইন
২৫ অক্টোবর ২০২৫

নারীদের মোটর সাইকেল চালানোকে এখনো নেতিবাচকভাবে দেখা হয় অনেক অঞ্চলে৷ ২৩ বছর বয়সি লেডি বাইকার ভাগ্যশ্রী বরা এই ভাবনায় পরিবর্তন আনতে চান৷ ইন্সটাগ্রামে ভারতের আসামের নারীদেরকে বাইক চালাতে উৎসাহিত করছেন তিনি৷ বাইকিং ভিডিও তার আয়েরও এক উৎস৷

লেডি বাইকার ভাগ্যশ্রী বরার একটাই লক্ষ্য, মেয়েদেরকে মোটর সাইকেল চালাতে উৎসাহ দেয়া৷ তার কথায়, ‘‘বাইক চালালে স্বাধীনতা অনুভব করি৷’’ 

ইনফ্লুয়েন্সার ভাগ্যশ্রী ভারতের আসামের নগাঁওয়ের বাসিন্দা৷ এখানে নারীর বাইক চালানো এখনো সমাজের দৃষ্টিতে নেতিবাচক ব্যাপার৷ 

ভাগ্যশ্রী এই মনোভাব বদলাতে কাজ করছেন৷ মোটর সাইকেল চালানোর স্বাধীনতার স্বাদ অন্য নারীদেরও দিতে চান তিনি৷ ২৩ বছর বয়সি এই বাইকার বলেন, ‘‘অনেকে আমাকে বলেন যে আমার কনটেন্ট দেখে তারা শুধু ভিডিও তৈরিতেই উৎসাহিত হননি, নতুন বাইক নিতেও আগ্রহী হয়েছেন৷ এসব শুনলে আমার অনেক ভালো লাগে৷’’ 

সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা ক্রমশ বাড়ছে৷ অনলাইন আয় দিয়ে স্বাধীন জীবন নিশ্চিত করতে চান ভাগ্যশ্রী৷ তিনি বলেন, ‘‘বর্তমানে কনটেন্ট তৈরি করে অর্থ আয়ের অনেক সুযোগ রয়েছে৷’’    

ভাগ্যশ্রী বরা আরো একটি সমস্যা নিয়ে কাজ করতে চান৷ নগাঁওয়ে মেয়েদের ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ খুব কম৷ তিনি বলেন, ‘‘আমি একটি ভালো ইন্সটিটিউট গড়তে চাই যেখানে মেয়েদেরকে বাইকিং, রাইডিংসহ নানা কিছুর প্রশিক্ষণ দিতে পারবো৷ এভাবে আমি তাদেরকে ক্ষমতায়নের পাশাপাশি আমার ভ্রমণের অংশ করে নিতে পারবো৷’’   

বাইকিংয়ের মাধ্যমে নারীর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন ভাগ্যশ্রী৷ তবে এজন্য যেতে হবে বহুদূর৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ