1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই জার্মানির মিলন: ব্রিটেন ও ফ্রান্সের জন্য ছিল অসহনীয়

৪ নভেম্বর ২০০৯

দুই জার্মানির ঐতিহাসিক মিলনের সূত্রপাতটি হয়েছিল বার্লিন প্রাচীর পতনের মধ্য দিয়ে৷ এই মিলন জার্মানদের জন্য নতুন যুগের সূচনা ঘটালেও প্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্সের জন্য তা ছিল কাঁটার মত৷

বার্লিন প্রাচীর পতনের দুই দশক উপলক্ষে ব্রিটেন এবং ফ্রান্স তাদের বেশ কিছু গোপন দলিল প্রকাশ করেছে৷ এসব দলিল থেকে জানা গেছে, জার্মানির একত্রীকরণের ব্যাপারে গোপনে গোপনে অসন্তুষ্ট ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া মিতেরঁ৷ যদিও তখন মুখে তাঁদের মধু ছিল, কিন্তু এসব দলিলে তাঁদের অন্তরের বিষের কথাই ফাঁস হয়ে গেছে৷

বার্লিন প্রাচীর পতন এবং পরবর্তীতে দুই জার্মানির মিলনের মধ্য দিয়ে মূলত স্নায়ুযুদ্ধ এবং একই সঙ্গে তৎকালীন সমাজতান্ত্রিক ব্যবস্থারও পতনের সূত্রপাত হয়েছিল৷ এবং এই জন্য যাঁকে কৃতিত্ব দেওয়া হয়, তিনি ছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার৷ তখনকার জার্মান চ্যান্সেলর হেলমুট কোলের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো থাকলেও থ্যাচারের আশংকা ছিল, পুনরেকত্রিত জার্মানি আবারো ইউরোপের বড় শক্তি হয়ে দাঁড়াবে৷ এবং এটা হবে কোলের নেতৃত্বেই৷ ১৯৯০ সালের মার্চ মাসে লন্ডনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে এক বার্তায় তিনি বলেন,‘‘জার্মান হুমকির মুখে ফ্রান্স এবং ব্রিটেনের উচিত একসঙ্গে কাজ করা৷ কোল যে কোন কিছু করে ফেলতে সক্ষম৷ তিনি নিজেকেও ঠিকমত চেনেন না৷ তিনি নিজেকে গুরু হিসেবে মনে করছেন এবং সেরকম আচরণ শুরু করছেন৷''

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার (ফাইল ফটো)ছবি: dpa

ব্রিটিশ আর্কাইভ থেকে প্রকাশিত দলিলে জানা গেছে থ্যাচার এমনকি সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভের সঙ্গেও যোগাযোগ করেছিলেন এবং তাঁকে বলেছিলেন, ‘‘ব্রিটেন কিংবা পশ্চিম ইউরোপের কেউই জার্মানির পুনরেকত্রীকরণ চায়নি৷ এটা বিশ্বযুদ্ধ পরবর্তী সীমান্ত বদলে দেবে এবং এটা আমরা মানতে পারি না, কারণ তা গোটা আন্তর্জাতিক পরিস্থিতি বদলে দেবে৷ এটা আমাদের নিরাপত্তার জন্যও হুমকি৷''

কেবল থ্যাচার নয়, ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া মিতেরঁ'র কপালেও ভাঁজ ফেলেছিল নতুন জার্মানি৷ ১৯৯০ সালের এপ্রিলে এক ডিনার পার্টিতে মার্গারেট থ্যাচারকে তিনি বলেন যে ঐক্যবদ্ধ জার্মানি হিটলারের চেয়েও বড় কোন কারণ হয়ে দাঁড়াতে পারে৷ মিতেরঁ'র অন্যতম উপদেষ্টা জাক আতালিও ছিলেন জার্মানির একত্রীকরণের চরম বিরোধী৷ যখন একত্রীকরণ প্রায় আসন্ন, সেসময় জাক আতালি বলেছিলেন, যদি এমনটি ঘটে তাহলে তিনি মঙ্গল গ্রহে গিয়ে বসবাস শুরু করবেন৷

নতুন এইসব দলিলের ফলে পশ্চিম ইউরোপের অনেক প্রবীণ রাজনীতিবিদ এখন নড়েচড়ে বসবেন৷ কারণ তাঁদের আশংকা সত্যি করে জার্মানি এখন ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ