জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রাথমিক ফলে প্রথম ডোজে আস্ট্রাজেনেকা টিকা নেয়ার পর দ্বিতীয় ডোজে বায়োনটেক-ফাইজারের টিকা নেয়া ব্যক্তিদের রোগপ্রতিরোধ ক্ষমতা একই কোম্পানির টিকা নেয়া ব্যক্তিদের চেয়ে বেশি দেখা গেছে৷
বিজ্ঞাপন
তবে এই গবেষণার তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি৷ সেটা করার আগে সারলান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও কিছু তথ্য সম্পর্কে জানতে চান৷ যেমন প্রাথমিক ফলাফলে ব্যক্তির বয়স ও লিঙ্গ কোনো ভূমিকা রেখেছে কিনা, তা জানতে চান তারা৷
গবেষণা শেষ না হলেও এখনই প্রাথমিক তথ্য প্রকাশ করা সম্পর্কে গবেষক দলের সদস্য অধ্যাপক মার্টিনা সেস্টার বলেন, প্রাথমিক ফলাফলে তারা অবাক হয়েছেন৷ ‘‘সে কারণে আমরা এখন আমাদের পাওয়া তথ্য শেয়ার করছি,'' বলেন তিনি৷ সোমবার এসব তথ্য প্রকাশ করা হয়৷
প্রায় ২৫০ জন ব্যক্তি গবেষণায় অংশ নেন৷ এর মধ্যে একদল অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছেন, একদল নিয়েছেন বায়োনটেক-ফাইজারের দুই ডোজ আর তৃতীয় একদল প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা ও দ্বিতীয় ডোজে বায়োনটেক-ফাইজার নিয়েছেন৷ গত জানুয়ারিকে জার্মানিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন পাওয়ার পর সবাই সেটা নেয়া শুরু করেছিলেন৷ কিন্তু এপ্রিলে কয়েকজনের রক্ত ক্লট জমার খবর আসার পর কিছুদিন শুধুমাত্র ৬০ এর বেশি বয়সিদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছিল৷ ঐ সময়টায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ হিসেবে বায়োনটেক-ফাইজার বা মডার্নার টিকা দেয়া হয়৷
জার্মানিতে করোনা পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, অসহায় সরকার
কিছুদিন আগে মাস্ক নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ এবার উঠেছে করোনা পরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ৷ ফলে করোনা সংক্রান্ত দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে এখন প্রবল চাপের মুখে সরকার৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Wolfgang Rattay/REUTERS
এমপির বিরুদ্ধে ঘুসের অভিযোগ
গত ফেব্রুয়ারিতে জার্মানির এমপি গিয়র্গ ন্যুসলাইনের বিরুদ্ধে ছয় লাখ ৬০ হাজার ইউরো ঘুস নেয়ার অভিযোগ ওঠে৷ রক্ষণশীল এই আইনপ্রণেতার বিরুদ্ধে অভিযোগ তিনি মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ওই টাকা নিয়ে চুক্তি সম্পাদনে ভূমিকা রেখেছেন৷ অভিযোগের তদন্ত এখনো চলছে৷
ছবি: Christoph Hardt/Geisler-Fotopres/picture alliance
এবার করোনা পরীক্ষায় দুর্নীতি
করোনার সংক্রমণ কমাতে এবং মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে বিভিন্ন শহরে যত বেশি সম্ভব করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার৷ সপ্তাহে কমপক্ষে একবার বিনামূল্যে করোনা টেস্ট করানোর সুযোগ পাচ্ছেন অনেক মানুষ৷ পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে তা দেখিয়ে অবাধে কেনাকাটা আর রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ পাওয়া যাচ্ছে৷ এসব পরীক্ষা নিয়েই শুরু হয়েছে দুর্নীতির মহোৎসব৷
ছবি: Ying Tang/NurPhoto/picture alliance
অসহায় স্বাস্থ্যমন্ত্রী
বিভিন্ন শহরে এই পরীক্ষাকেন্দ্রগুলো চালাচ্ছে মূলত বেসরকারি কিছু প্রতিষ্ঠান৷ পরীক্ষা না করেই টাকা আদায়ের অভিযোগ ওঠার পর ১৬টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷ সেখানে দুর্নীতি রোধে রাজ্য সরকারগুলোকে তৎপর হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘‘বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার৷ বার্লিন থেকে সারা দেশের পরি্স্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়৷’’
ছবি: Kay Nietfeld/dpa/picture alliance
কাগজে ১০০০, বাস্তবে ৭০
নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাত্র একটি পরীক্ষা কেন্দ্রের দৃষ্টান্ত তুলে ধরলেই সারা দেশে দ্রুত করোনা পরীক্ষার নামে কী হারে দুর্নীতি হচ্ছে তা বোঝা যাবে৷ সেখানে বাস্তবে মাত্র ৭০ জনের করো৷না পরীক্ষা করা হলেও সরকারের কাছ থেকে এক হাজার জনের পরীক্ষার টাকা নেয়া হয়েছে৷
ছবি: Peter Hille/DW
কম টাকায় কম দুর্নীতি?
প্রতি জনের একবারের পরীক্ষার জন্য প্রতিষ্ঠানগুলোকে ১৮ ইউরো করে দিতো জার্মান সরকার৷ কিন্তু ব্যাপক দুর্নীতির খবরে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেছেন, টাকার পরিমান ১৮ ইউরো থেকে অনেক কমিয়ে দিতে চান তিনি৷ স্পান মনে করেন, প্রতিটি পরীক্ষার জন্য ১০ ইউরোরও কম দেয়া উচিত৷ পরীক্ষার খরচ কমালে দুর্নীতি কি কমবে?
ছবি: Wolfgang Rattay/REUTERS
5 ছবি1 | 5
গবেষকরা দুটি বিষয় জানার চেষ্টা করেছেন৷ এক, টিকা পাওয়ার পর কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে৷ দুই, এসব অ্যান্টিবডি কতখানি কার্যকর৷ প্রাথমিক ফলাফল বলছে, বায়োনটেক-ফাইজারের দুই ডোজ নেয়া এবং বায়োনটেক-ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা মিলিয়ে দুই ডোজ নেয়া ব্যক্তিদের শরীরে অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ নেয়া ব্যক্তিদের তুলনায় ১০ গুন বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে৷
আর অ্যান্টিবডির কার্যকারিতার ক্ষেত্রে বায়োনটেক-ফাইজারের দুই ডোজের চেয়ে বায়োনটেক-ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার মিশ্রনে ‘কিছুটা ভালো' ফল পাওয়া গেছে বলে অধ্যাপক সেস্টার জানান৷
স্পেনের গবেষণা
জার্মান বিশ্ববিদ্যালয়ের আগে একই বিষয়ে স্পেনের মাদ্রিদের কার্লোস তৃতীয় হেল্থ ইনস্টিটিউটের একটি গবেষণার প্রাথমিক তথ্য প্রকাশিত হয়েছিল৷ ৬৬৩ জন অংশগ্রহণকারীর উপর করা ঐ গবেষণার ফলাফলেও জার্মান বিশ্ববিদ্যালয়ের গবেষণার মতোই তথ্য পাওয়া গেছে৷ তবে স্পেনের গবেষণার ফলও এখনও চূড়ান্ত নয়৷
ভবিষ্যতে বায়োনটেক-ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা মিলিয়ে টিকা দেয়া যাবে কিনা সে সিদ্ধান্ত নিতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন জার্মানির অধ্যাপক সেস্টার৷
জার্মানিতে টিকা বাড়ছে, করোনা সংক্রমণ কমছে
বিভিন্ন রাজ্যের দাবির মুখেও লকডাউন পুরোপুরি তুলে নেয়নি ম্যার্কেল সরকার৷ বরং করোনা পরিস্থিতির উন্নতিতে লকডাউন যেমন শিথিল হয়েছে, তেমনি অবনতিতে বাড়ানো হয়েছে কড়াকড়ি৷ পাশাপাশি টিকাও দেয়া হচ্ছে সারা দেশে৷ দেখুন ছবিঘরে....
ছবি: picture alliance/dpa
বার্লিন
রাজধানী বার্লিনে লকডাউনবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ প্রায় নিয়মিত ঘটনা৷ তবে তাতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকার নমনীয় হয়নি৷ সুফলও আসছে তার৷ বার্লিনে এ পর্যন্ত এক লাখ ৭৬ হাজারের চেয়েও বেশি মানুষ সংক্রমিত হলেও বেশিরভাগই এখন পুরোপুরি সুস্থ৷ মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ৷ ওপরে শহরের এক স্পোর্টস সেন্টারে টিকা দিতে আগ্রহীদের লম্বা লাইন৷
ছবি: AXEL SCHMIDT/REUTERS
কোলন
জার্মানির অন্যতম জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের শহর কোলনের টিকা দেয়া চলছে জোর কদমে৷ ওপরে তারই একটি চিত্র৷
ছবি: Oliver Berg/dpa/picture alliance
হামবুর্গ
হামবুর্গে করোনায় সংক্রমিতের সংখ্যা ৭৫ হাজারের বেশি, মৃতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে৷ তবে গত এক সপ্তাহে সংক্রমিত হয়েছেন মাত্র ৩৫ জন৷ সংক্রমণ কমানোয় বড় ভূমিকা রেখেছে জনগণের স্বাস্থবিধি মেনে চলা এবং টিকা নেয়া৷
ছবি: xim.gs/picture alliance
বন
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে জার্মানির বন শহরে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ৷ মারা গেছেন ২৩৯ জন৷ তবে সংক্রমণের হার ধীরে ধীরে কমছে৷ ওপরের ছবিতে বন শহরের একটি টিকাদান কেন্দ্র৷
ছবি: picture alliance/dpa
মিউনিখ
মিউনিখেও চলছে টিকা দেয়া৷ করোনা সংক্রমণও কমছে ধীরে ধীরে৷
ছবি: Matthias Schrader/AP Photo/picture alliance
ড্যুসেলডর্ফ
ড্যুসেলডর্ফে এ পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ৪৫০ জনের বেশি মানুষ৷ ছবিতে শহরের একটি করোনা টিকাদানকেন্ত্র৷
ছবি: Ying Tang/NurPhoto/picture alliance
স্টুটগার্ট
স্টুটগার্ট শহরের একটি করোনা টিকা দেয়ার কেন্দ্র৷
ছবি: picture alliance/dpa
ডর্টমুন্ড
গত ২১ মে ডর্টমুন্ড শহরে ২৪ ঘণ্টায় ৫৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ টিকা দেয়া বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হার আরো কমবে বলে আশা করা হচ্ছে৷
ছবি: RHR-FOTO/picture alliance
এসেন
জার্মানির এসেন শহরে করোনা এ পর্যন্ত কেড়ে নিয়েছে ৫৭৩ জনের প্রাণ৷ করোনা হানা দিচ্ছে, পাশাপাশি টিকা নেয়া মানুষের সংখ্যাও বাড়ছে সেখানে৷
ছবি: picture alliance/dpa
ড্রেসডেন
ড্রেসডেনে টিকা দেয়ার দৃশ্য৷ সেখানেও করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে৷