ফরমুলা ওয়ান
২৩ নভেম্বর ২০১২ব্রাজিলীয় আসরে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারলে গাড়ি দৌড়ের ইতিহাসের শ্রেষ্ঠ বীরদের ঘরে নিজের নাম লেখাতে সক্ষম হবেন ২৫ বছর বয়সি বিশ্বসেরা জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল৷ তাই ক্রীড়া বিশ্লেষক এবং ভক্তদের শ্যেন দৃষ্টি এখন রেকর্ডধারী জার্মান তরুণ ফেটেলের দিকেই নিবদ্ধ৷ কারণ ব্রাজিল আসরের সেরা পদকটি জয় করলে ফেটেল হবেন তাঁর পূর্বসূরি রেকর্ডধারীদের মধ্যে সবচেয়ে অল্পবয়সি তারকা৷
এছাড়া টানা তিন দফায় সেরা পদকজয়ী তৃতীয় চালক৷ এতোদিন পর্যন্ত গাড়ি দৌড় তথা ফরমুলা ওয়ান প্রতিযোগিতায় টানা তিনবার সেরা হওয়ার গৌরব অর্জনকারী ছিলেন অস্ট্রিয়ান চালক নিকি লাউডা এবং ব্রাজিলীয় চালক আয়ার্টন সেনা৷
এদিকে, সবার দৃষ্টি যখন তরুণ বীর ফেটেলের দিকে, তখন ফেটেল নিজেই দৃষ্টি ফেরালেন সাবেক বিশ্বসেরা জার্মান চালক মিশায়েল শুমাখারের দিকে৷ শুমাখারকে নিজের বাল্যজীবনের প্রিয় নায়ক এবং উৎসাহের প্রতীক হিসেবে উল্লেখ করলেন ফেটেল৷ ফরমুলা ওয়ান আসরে সাতবারের সেরা ৪৩ বছর বয়সি শুমাখারের পাশে বসে সাংবাদিকদের সামনে ফেটেল বলেন, ‘‘আমিসহ অনেক শিশুর কাছে তিনি ছিলেন উৎসাহ ও অনুপ্রেরণার উৎস৷ তিনিই ছিলেন আমাদের প্রকৃত নায়ক৷''
ফরমুলা ওয়ান জগতের বর্তমান নায়ক রেড বুলের চালক ফেটেল শুমাখারের সাথে তাঁর প্রথম সাক্ষাতের মুহূর্তের কথা স্মরণ করে বলেন, ‘‘আমি সেদিন ভেবে পাইনি যে কী বলা উচিত৷ কারণ বোকা বোকা ধরণের কোন প্রশ্ন আমি তাঁর সামনে করতে চাইনি৷''
যাহোক, বেনেটন এবং ফেরারি নিয়ে ৯১টি দৌড়ে পদক বিজয়ী শুমাখারকে তাঁর দ্বিতীয়বারের মতো অবসরে যাওয়ার ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে, এজন্য তিনি দুঃখিত কি না৷ তবে তিনি স্পষ্টভাবেই জানান, ‘‘দুঃখের কোন কারণ নেই৷ কারণ আমি চেষ্টা করেছি সফলভাবে পেশাগত জীবনের ইতি ঘটাতে৷ তবে এবার সেই প্রচেষ্টা ঠিকমতো কাজ না করলেও আমি এই জীবনের পাতা উল্টিয়ে আবারও ভিন্ন এক জীবনে প্রবেশ করতে চাই এবং আমি তাতে খুশি৷'' উল্লেখ্য, ২০০৬ সালের শেষদিকে শুমাখার প্রথমবারের মতো অবসরে যান৷ কিন্তু ২০১০ সালে তিনি আবারও মার্সিডিজের হয়ে গাড়ি দৌড়ে ফিরে এসেছিলেন৷ তবে এবার তাঁর শিরে বিজয়ের নতুন পালক যোগ করতে সক্ষম হননি শুমাখার৷
এএইচ / এসবি (ডিপিএ, এপি, রয়টার্স)