1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংলাপ আটকে আছে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ মার্চ ২০১৩

সরকারি দল চায় শর্তহীন সংলাপ৷ আর প্রধান বিরোধী দল বিএনপি চায় আলোচনা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে৷ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেছেন, দুই নেত্রীর আলোচনায় বসা জরুরি৷

ছবি: Reuters

আসছে সপ্তাহেই আরো কমপক্ষে ২ দিনের হরতালের ফাঁদে পড়ছেন বাংলাদেশের মানুষ৷ কিন্তু সাধারণ মানুষের কথা, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈকিভাবেই করা দরকার৷ সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে আর কত দাবি আদায়! কারওয়ান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জামালউদ্দিন মনে করেন, হরতাল তাঁকে আরো সমস্যায় ফেলবে৷ গত কয়েক দফা হরতালে তিনি ব্যবসায় মার খেয়েছেন৷ আর চাকুরিজীবী ওবায়দুল হক বললেন, দেশ যে রাজনৈতিক সংকটে আটকে যাচ্ছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁর মত সাধারণ মানুষ৷

সাধারণ মানুষের যখন এই মতামত, তখন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংকট নিরসনে সংলাপ নিয়ে চলছে রশি টানাটানি৷ সরকারি দল শর্তহীনভাবে যে কোন জায়গায় সংলাপের কথা বলছে৷ এর জবাবে বিরোধী দল সংলাপ চায়, তবে তা হতে হবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে৷ কিন্তু মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান মনে করেন, আলোচনাটা শুরু হওয়া জরুরি৷ দেশের দুই নেত্রী যদি একসঙ্গে বসে চা পান করেন, তাও ইতিবাচক ফল বয়ে আনবে৷

তিনি ডয়চে ভেলেকে বলেন, আলোচনা শুরু হলে সেখানে ক্রমে সব বিষয় নিয়ে কথা বলা যাবে৷ তাই শর্ত দিয়ে আলোচনা শুরুতে দেরি করা ঠিক হবেনা৷ তাঁর মতে, শুধু নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা নয়, বর্তমান রাজনৈতিক সহিংসতা নিয়েও আলোচনা প্রয়োজন৷ বিএনপি যেহেতু ক্ষমতায় গেলে মানবতা বিরোধী অপরাধের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছে, তাই তিনি মনে করেন নীতিগত একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে৷ আলোচনায় বসলে আরো অনেক বিষয়ে ঐকমত্য হবে বলে তারা আশা৷

তবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান মনে করেন, অ্যাজেন্ডা ছাড়া আলোচনা হলে তাতে কোন ফল আসবেনা৷ সরকার ও বিরোধী দলের মধ্যে এখন বিরোধের মূল বিষয় হল নির্বচনকালীন সরকার৷ সুতরাং আলোচনা এই ইস্যুতেই হওয়া প্রয়োজন৷ তবে এর সঙ্গে আরো অনেক বিষয় থাকতে পারে৷ থাকতে পারে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার বিষয়ও৷ তিনি মনে করেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থার বিষয়টি ঝুলে থাকলে সংকট আরো বাড়বে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ