1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী

৬ সেপ্টেম্বর ২০১১

আজ মঙ্গলবার দু’দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ৷

মনমোহন সিংছবি: UNI

আর বিএনপি নেতা এবং সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ বিবেচনায় রাখবে বিএনপি৷

আজ সকালে ঢাকায় আসছেন ড. মনমোহন সিং৷ তিনি দু'দিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন৷ তার সফরকালে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে৷ তিনি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করবেন৷ মনমোহনের এই সফরকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে৷ আওয়ামী লীগ নেতা তোফায়ের আহমেদ জানান, তার এই সফরকে রাজনৈতিক বিভেদের উর্ধ্বে রেখে দেশের স্বর্থে বিবেচনা করতে হবে৷

আর বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, এখানে বিএনপি বা আওয়ামী লীগ কোন বিষয় নয়৷ বিষয়টি হল দেশ ও দেশের মানুষের স্বার্থ৷ সেই স্বার্থ বিবেচনা করতে হবে৷

তোফায়েল আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার কোন গোপন চুক্তি করতে যাচ্ছেনা৷ আর আজকের যুগে কোন গোপন চুক্তি করা সম্ভবও নয়৷

আমীর খসরু মাহমুদ চৌধুরী চৌধুরী মনে করেন, সব চুক্তি করা উচিত স্বচ্ছতার সঙ্গে৷ জনগণকে সব বিষয় জানান উচিত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ