1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ : নির্বাচন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ সেপ্টেম্বর ২০১৩

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন৷ আর তার সম্ভাব্যতা যাচাই করতেই ইইউ-র একটি তথ্যানুসন্ধানী দল দুই সপ্তাহের সফরে শনিবার ঢাকায় আসছে৷ ইইউ-র ঢাকা দূতাবাস থেকে জানা গেছে এ তথ্য৷

ছবি: picture-alliance/Dinodia Photo

রাজধানীতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকে ডয়চে ভেলেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইইউ-র বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বে পাঁচ সদস্যদের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে যে রিপোর্ট দেবে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে বাংলাদেশের আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা৷ আর পাঠালে তার সদস্য সংখ্যা কত হবে৷

প্রসঙ্গত, বাংলাদেশের গত সংসদ নির্বাচনেও ইইউ-র প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল৷ এবং সে সময় আলাদা অফিস নিয়ে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছিল তারা৷

ইইউ দূতাবাসের এক কর্মকর্তা ডয়চে ভেলেকে জানান, প্রতিনিধি দলটি ৭ থেকে ২৩শে সেপ্টেম্বর বাংলাদেশে সফর করছে৷ তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে বাংলাদেশে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই করবে৷ বিশেষ করে পর্যবেক্ষক নিয়োগ এবং তাদের ভূমিকা কি হবে তা নিয়ে তারা এই সফরে কাজ করবে৷

ঐ কর্মকর্তা জানান, সফরের সময় তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবে৷ এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে তাদের কথা বলার দিন-ক্ষণ চূড়ান্ত হয়ে গেছে৷ এছাড়া তারা বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে৷ বৈঠক হবে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গেও৷ তারা বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতি এবং রাজনৈতিক পরিস্থিতিও সম্পর্কেও জানতেও বিশেষভাবে আগ্রহী৷

এই পর্যবেক্ষক দল ফিরে গিয়ে একটি পূর্নাঙ্গ রিপোর্ট দেবে৷ তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ স্বাভাবিকভাবেই, বাংলাদেশ সরকারের আগ্রহ এবং নির্বাচনের আগে বিরাজমান পরিস্থিতি তাদের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করবে৷

এদিকে, এই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহকে ইতিবাচক মনে করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, এতে বোঝা যায় যে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে চাপ বাড়ছে৷ বাইরের বিশ্ব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং তারা চায় এখানে গণতান্ত্রিক ব্যবস্থা যেন বাধাগ্রস্ত না হয়৷ অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাও বলেন যে তাঁরা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল দেখতে চান৷ হাফিজউদ্দিন খান জানান, এই পর্যবেক্ষক দল সাধারণত নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরের পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণের ফল প্রকাশ করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ