1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ : নির্বাচন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ সেপ্টেম্বর ২০১৩

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন৷ আর তার সম্ভাব্যতা যাচাই করতেই ইইউ-র একটি তথ্যানুসন্ধানী দল দুই সপ্তাহের সফরে শনিবার ঢাকায় আসছে৷ ইইউ-র ঢাকা দূতাবাস থেকে জানা গেছে এ তথ্য৷

ছবি: picture-alliance/Dinodia Photo

রাজধানীতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকে ডয়চে ভেলেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইইউ-র বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বে পাঁচ সদস্যদের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে যে রিপোর্ট দেবে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে বাংলাদেশের আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা৷ আর পাঠালে তার সদস্য সংখ্যা কত হবে৷

প্রসঙ্গত, বাংলাদেশের গত সংসদ নির্বাচনেও ইইউ-র প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল৷ এবং সে সময় আলাদা অফিস নিয়ে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছিল তারা৷

ইইউ দূতাবাসের এক কর্মকর্তা ডয়চে ভেলেকে জানান, প্রতিনিধি দলটি ৭ থেকে ২৩শে সেপ্টেম্বর বাংলাদেশে সফর করছে৷ তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে বাংলাদেশে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই করবে৷ বিশেষ করে পর্যবেক্ষক নিয়োগ এবং তাদের ভূমিকা কি হবে তা নিয়ে তারা এই সফরে কাজ করবে৷

ঐ কর্মকর্তা জানান, সফরের সময় তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবে৷ এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে তাদের কথা বলার দিন-ক্ষণ চূড়ান্ত হয়ে গেছে৷ এছাড়া তারা বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে৷ বৈঠক হবে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গেও৷ তারা বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতি এবং রাজনৈতিক পরিস্থিতিও সম্পর্কেও জানতেও বিশেষভাবে আগ্রহী৷

এই পর্যবেক্ষক দল ফিরে গিয়ে একটি পূর্নাঙ্গ রিপোর্ট দেবে৷ তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ স্বাভাবিকভাবেই, বাংলাদেশ সরকারের আগ্রহ এবং নির্বাচনের আগে বিরাজমান পরিস্থিতি তাদের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করবে৷

এদিকে, এই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহকে ইতিবাচক মনে করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, এতে বোঝা যায় যে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে চাপ বাড়ছে৷ বাইরের বিশ্ব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং তারা চায় এখানে গণতান্ত্রিক ব্যবস্থা যেন বাধাগ্রস্ত না হয়৷ অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাও বলেন যে তাঁরা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল দেখতে চান৷ হাফিজউদ্দিন খান জানান, এই পর্যবেক্ষক দল সাধারণত নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরের পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণের ফল প্রকাশ করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ