1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই বছরের শিশুর কাণ্ড ভাইরাল!

২০ জুন ২০১৮

সন্তানের নিরাপত্তার জন্য বাড়ির বাগানে বসানো সুইমিংপুলের সিঁড়িতে একটি প্রতিবন্ধকের ব্যবস্থা করেছিলেন মা-বাবা৷ দুই বছরের বাচ্চা যে সেটি বেয়ে উঠে যাবে, তা কে জানবে বলুন!

Babyschwimmen
ছবি: Fotolia/detailblick

কিন্তু বাচ্চারা এমন অনেক কিছুই পারে, যা হয়ত বাবা-মা'রা ভাবতে পারেন না৷ কডির ক্ষেত্রে সেটিই হয়েছে৷ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে পরিবারের সঙ্গে থাকে দুই বছরের কডি৷ এক ভাইরাল ভিডিওতে তাকে সুইমিং পুলে লাগানো প্রতিবন্ধকটি বেয়ে উপরে উঠে যেতে দেখা গেছে৷ কডি যখন আরোহন করে একেবারে উপরে উঠে যায়, তখন তাকে কোলে করে নীচে নামিয়ে আনা হয়৷

অন্য মা-বাবাদের সচেতন করার জন্য কডি'র মা কেইথ ওয়াইম্যান ভিডিওটি তাঁর ফেসবুকে শেয়ার করেছেন৷

 

শুক্রবার প্রকাশ করা ভিডিওটি পাঁচদিনে দুই কোটির বেশিবার দেখা হয়েছে৷

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ