সন্তানের নিরাপত্তার জন্য বাড়ির বাগানে বসানো সুইমিংপুলের সিঁড়িতে একটি প্রতিবন্ধকের ব্যবস্থা করেছিলেন মা-বাবা৷ দুই বছরের বাচ্চা যে সেটি বেয়ে উঠে যাবে, তা কে জানবে বলুন!
বিজ্ঞাপন
কিন্তু বাচ্চারা এমন অনেক কিছুই পারে, যা হয়ত বাবা-মা'রা ভাবতে পারেন না৷ কডির ক্ষেত্রে সেটিই হয়েছে৷ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে পরিবারের সঙ্গে থাকে দুই বছরের কডি৷ এক ভাইরাল ভিডিওতে তাকে সুইমিং পুলে লাগানো প্রতিবন্ধকটি বেয়ে উপরে উঠে যেতে দেখা গেছে৷ কডি যখন আরোহন করে একেবারে উপরে উঠে যায়, তখন তাকে কোলে করে নীচে নামিয়ে আনা হয়৷
অন্য মা-বাবাদের সচেতন করার জন্য কডি'র মা কেইথ ওয়াইম্যান ভিডিওটি তাঁর ফেসবুকে শেয়ার করেছেন৷
শুক্রবার প্রকাশ করা ভিডিওটি পাঁচদিনে দুই কোটির বেশিবার দেখা হয়েছে৷
জেডএইচ/এসিবি (এপি)
সন্তান লালন-পালনে অনেক ক্ষেত্রে পুরনো ‘নিয়মই’ ভালো
ছোটরা আর আগের মতো বড়দের শ্রদ্ধা করে না– এরকম কথা আজকাল প্রায়ই শোনা যায়৷ জার্মানির কিন্ডার গার্টেন বা শিশুদের স্কুলের শিক্ষকরাও শিশুদের আচরণে খুব সন্তুষ্ট নন৷ কেন এমনটা হচ্ছে এবং কিভাবে এর সমাধান সম্ভব?
ছবি: Fotolia/Nicole Effinger
কিন্ডার গার্টেন
কিন্ডার গার্টেনে তিন বছরের শিশুদের যা করতে বলা হয় তাই করার কথা, কিন্তু না, ওরা নিজের ইচ্ছা মতোই খেলছে, অনেক ক্ষেত্রে শিক্ষক যা বলছেন শিশুরা ঠিক তার উল্টোটা করছে৷ অথচ শিক্ষক তেমন কিছুই বলতে পারছেন না৷ এরকম ঘটনা প্রায়ই ঘটছে বলে জানিয়েছেন কিন্ডার গার্টেনের একজন শিক্ষক৷
ছবি: Fotolia/photophonie
প্রাইমারি স্কুল
প্রাইমারি স্কুলেও প্রায় একই অবস্থা৷ শিক্ষকের কথা শুনতে পাচ্ছে না এমন ভাব আজকাল অনেক শিশুর মধ্যেই লক্ষ্য করা যায়৷
ছবি: picture alliance/dpa/A. Weigel
সমীক্ষা যা বলছে
শিক্ষক এবং শিশু লালন-পালন বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ফোর্সা-র করা এক সমীক্ষায় জানা যায়, আজকের শিশুদের মধ্যে অমনোযোগিতা, ‘অভদ্র’ আচরণ এবং সামাজিকভাবে মিশতে অক্ষমতা লক্ষ্য করা যায়৷
ছবি: Fotolia/somenski
অনেক মা-বাবার যা ধারণা
অনেক বাড়িতেই সেরকম কোনো নিয়ম কানুন নেই৷ কারণ, তাঁরা মনে করেন, বাড়িতে বেশি শাসন করলে শিশুরা মুক্তভাবে বড় হতে পারবে না, কিংবা ‘শাসন’ শিশুদের স্বাধীন চিন্তার মানুষ হওয়া কঠিন করবে৷
সন্তানকে আগের দিনের মতো শাসন করা উচিত, সন্তানের সব ইচ্ছা মেনে নেওয়া সন্তান মানুষ করার সঠিক পন্থা নয়–এমনটি অনেক শিশুও মনে করে৷ সমীক্ষাটি করা হয়েছে আট থেকে ১৫ বছর বয়সি ছেলে-মেয়েদের নিয়ে৷ সেখানে অনেক শিশুই বলেছে এ কথা৷
ছবি: imago/photothek/M. Gottschalk
‘না’ কে মেনে নেয়া
এ বিষয়ে পরিবার বিষয়ক জার্মান এক বিশেষজ্ঞ বেশ স্পষ্ট করেই বলেছেন, বড়দের প্রতি সম্মান দেখানো এবং তাঁদের শ্রদ্ধা করা শৈশব থেকেই শিখতে হয়৷ শিখতে হয় শাসন মেনে নেয়া৷ তাছাড়া শাসন করতে গিয়ে যখন ‘না’ করা হয়, সেই ‘না’ মেনে নেয়াও শিখতে হয়৷ যদিও এই ‘না’ করার কারণে মা, বাবা অনেক সময় সন্তানের কাছে সাময়িকভাবে অপ্রিয়ও হতে পারেন৷
ছবি: Imago/E. Umdorf
মা-বাবাকেই উদ্যোগী হতে হবে
শিশুরা হোমওয়ার্ক থেকে শুরু করে সারাদিন আর কী কী করবে তার একটা তালিকা করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ৷ এবং রাতের খাবার একসাথে খাওয়া উচিত, যাতে সারাদিন কে কী করেছে তা নিয়ে আলোচনা করা যায়৷ নিয়ম তৈরি করে দেওয়া মানে নিজের সন্তানকে নিরাপত্তা, নিশ্চয়তা দেওয়া৷
ছবি: DW/G. Hamann
ক্লিয়ার রুলস
নিয়মের মধ্যে থেকেও মানুষ মুক্তচিন্তার, উদার মানসিকতার হতে পারে৷ বাড়িতে কিছু নিয়ম-কানুন আর শাসন থাকলে সন্তানরা যে কোনো জায়গায় সহজে খাপ খাওয়াতে পারে৷ যাদের বাড়িতে নিয়মের কোনো বালাই নেই, তাদের সন্তানদের কর্মজীবনেও নিয়ম মেনে চলতে অসুবিধা হয়৷ বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ মানুষ হতে শিশুদের প্রয়োজন ‘ক্লিয়ার রুলস’৷